আজ বুধবার | ২০ আগস্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ২৫ সফর ১৪৪৭ | বিকাল ৩:৩৬

ফতুল্লায় আশিককে কুপিয়ে জখম

ডান্ডিবার্তা | ২০ আগস্ট, ২০২৫ | ১০:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার নতুন ষ্টেডিয়াম সংলগ্ন মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ায় প্রতিপক্ষের হামলায় দেশীয় অস্ত্রের কোপে হাত কেটে ফেলে দেয়ার উপক্রম হয়েছে আশিক নামে এক যুবকের। গুরুতর রক্তাক্ত যুবক আশিক বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত আশিকের চাচাতো হৃদয় ফতুল্লা মডেল থানায় ইমন-রায়হানগংদেও বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ দুলাল ও চুন্নু নামে দুইজনকে আটক করেছে। ফতুল্লার রামারবাগ এলাকার মো.ওহিদের ছেলে মো.হৃদয় লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, গত সোমবার ফতুল্লা নতুন ষ্টেডিয়াসে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তার চাচাতো ভাই আশিকের সাথে ঝগড়ার সুত্রধরে রামারবাগ এলাকার সহিদের ছেলে ইমন, তার সহযোগি রায়হান,মৃত.খালেকের ছেলে জয়, হাসেমের ছেলে মিঠু,ফটিক চানের ছেলে দুলাল ও সহিদ, মৃত.খালেকের ছেলে ছোটন, আয়াতের ছেলে চুন্নু,তার সহযোগি সাগর, শুভ @ ভাঙ্গারী শুভ ও মৃত.খালেকের ছেলে সুমনসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন দেশীয় চাকু, ছুরি, রামদা ও চাপাতি নিয়ে তার চাচাতো ভাই আশিক ও তারসঙ্গীয় রাব্বির উপর হামলা চালিয়ে এলাপাতারি মারধর করে লীলাফুল জখম করে। এ সময় ১নং বিবাদীর হাতে থাকা রামদা দিয়ে আমার চাচাতো ভাই হত্যার উদ্দেশ্যে কোপ দিলে সেটা তার বাম হাতের কজি¦র কাছাকাছি গুরুতর রক্তাক্ত জখম হয়। ২নং বিবাদী আমার চাচাতো ভাইয়ের সঙ্গীয় মেহেদীকে হত্যার উদ্দ্যেশ্যে স্বজোড়ে মাথা বরাবর কোপ দিলে তা লক্ষ্যভেদ করে পিঠের গুরুতর রক্তাক্ত জখম হয়। ৮নং বিবাদী আমার চাচাতো ভাইয়ের সঙ্গীয় রাব্বিকে রামদা দিয়ে ডান পায়ে কোপ মারলে রক্তাক্ত জখম হয়। এদিকে গত সোমবার রাতে থানায় অভিযোগের প্রক্ষিতে আসামীদের গ্রেফতার অভিযান চালিয়ে দুলাল ও আব্বাস আলী চুন্নু নামে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসেন ফতুল্লা মডেল থানা পুলিশ। এদের মধ্যে আব্বাস আলী চুন্নু ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য। তাকে ছাড়িয়ে নিয়ে মঙ্গলবার সকালে কর্মীদের বহর নিয়ে থানায় ছুটে আসেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ। তবে স্থানীয়রা জানান, আব্বাস আলী চুন্নু গত বছরের  ৫ আগষ্টের পুর্বে স্বৈরাচারী আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। সে রামারবাগ এলাকার আওয়ামীলীগের অন্যতম দোসর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামালের সাথে মিছিল-মিটিং করতেন বলে জানান তারা। ৫ আগষ্টে পটপরিবর্তনের সাথে সাথে রাসেল মাহমুদের হাত ধরে নাকি ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বনে যান। একজন আওয়ামী দোসর এবং কুপিয়ে আহত করার অভিযুক্তকে কিভাবে থানা থেকে ছাড়িয়ে চলে আসে রাসেল মাহমুদ এ নিয়ে খোদ নিজ দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত জানা যায় যে, আশিকসহ দুইজনকে কুপিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অভিযোগকারী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা