
ডান্ডিবার্তা রিপোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণে আগামী ২৬ আগস্ট নারায়ণগঞ্জের তিনটি আসনের শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)। ওইদিন সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হবে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে। গত সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। গত ৩০ জুলাই ইসি প্রকাশিত খসড়ায় দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণ করা হয়। প্রস্তাবিত খসড়ায় নারায়ণগঞ্জের তিনটি আসন— ৩, ৪ ও ৫-এর সীমানা পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। ইসির সুপারিশ অনুযায়ী, সোনারগাঁও উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৩ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে বন্দর উপজেলা। এতে সোনারগাঁওয়ের দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার পাশাপাশি বন্দরের পাঁচটি ইউনিয়নও যুক্ত হবে। এ পাঁচটি ইউনিয়ন বর্তমানে নারায়ণগঞ্জ-৫ আসনের আওতায় রয়েছে। নতুন খসড়ায় নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বাদ পড়ছে সদর উপজেলার গোগনগর ও আলীরটেক ইউনিয়ন। তবে যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের নয়টি ওয়ার্ড। ইসির প্রস্তাবে বলা হয়েছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সবগুলো ২৭টি ওয়ার্ডকে নারায়ণগঞ্জ-৫ আসনের অন্তর্ভুক্ত করা হবে। অন্যদিকে, নারায়ণগঞ্জ-৪ আসন গঠিত হবে সদর উপজেলার ফতুল্লা, কাশিপুর, কুতুবপুর, বক্তাবলী ও এনায়েতনগর ইউনিয়ন এবং নাসিকের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের নয়টি ওয়ার্ড নিয়ে। তবে নতুন খসড়ায় এ আসনের সঙ্গে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে সদর উপজেলার গোগনগর ও আলীরটেক ইউনিয়ন। এর ফলে সিদ্ধিরগঞ্জের নয়টি ওয়ার্ড বাদ যাবে, যা যাবে নারায়ণগঞ্জ-৫ আসনের আওতায়। খসড়া প্রকাশের পর নারায়ণগঞ্জের রাজনৈতিক নেতারা ১০ আগস্ট পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ পান। ইসি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করা লিখিত আপত্তি ও পরামর্শগুলো প্রকাশ্য শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, শুনানিতে কেবল গেজেটে বর্ণিত নীতিমালার ব্যত্যয় সংক্রান্ত আপত্তি বিবেচনা করা হবে। নতুনভাবে উত্থাপিত আপত্তি বা সময়সীমার বাইরে আসা কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। আপত্তিকারী বা তাঁর আইনজীবী ছাড়া অন্য কেউ অংশ নিতে পারবেন না। শুনানিতে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক। নির্বাচন কমিশনের খসড়া প্রকাশের পর নারায়ণগঞ্জের রাজনৈতিক নেতারা সুপারিশে আপত্তি জানান। মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, “দল আমাদের কাছে মতামত চেয়েছিল, আমরা জানিয়েছি। পরে কেন্দ্রীয়ভাবে বিএনপি কমিশনে জমা দিয়েছে। নতুন সুপারিশে কোথাও তিন লাখ আবার কোথাও সাড়ে পাঁচ লাখ ভোটার রাখা হয়েছে। আমরা এ বিষয়টি জানিয়েছি।” জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আমীর এবং নারায়ণগঞ্জ-৫ আসনে ঘোষিত প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ ৬ আগস্ট ইসিতে মতামত জমা দেন। তিনি বন্দর উপজেলাকে স্বতন্ত্র আসন ঘোষণার দাবি জানান এবং প্রয়োজনে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়ন যুক্ত করার প্রস্তাব দেন। নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি আবুল কালামও বন্দরকে ভাগ করার সুপারিশে লিখিত আপত্তি দিয়েছেন। গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, “ভোটার ভারসাম্য আনতে গিয়ে কমিশন বন্দরের অখ-তাকে হুমকির মুখে ফেলেছে। প্রস্তাবনা কার্যকর হলে বন্দরের ভৌগোলিক অখ-তা ক্ষতিগ্রস্ত হবে।” জাতীয় নাগরিক পার্টি-এনসিপিও দলীয়ভাবে মতামত দিয়েছে বলে জানান দলটির জেলা সমন্বয় কমিটির প্রধান ও কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন। এছাড়া বন্দরকে দুইভাগ করার প্রস্তাবে আপত্তি জানিয়ে লিখিত মতামত পাঠিয়েছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নাসিকের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। বন্দর উপজেলার অন্তত ২০০ ব্যক্তির স্বাক্ষরসহ আপত্তিপত্র জমা দিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম শিপলু। নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সীমানা অপরিবর্তিত রাখার দাবি জানিয়ে ইসি সচিব বরাবর চিঠি দিয়েছেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের ছেলে ব্যারিস্টার রিদওয়ানুর রহমান রিকু।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯