আজ সোমবার | ৫ মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ৬ জিলকদ ১৪৪৬ | রাত ১০:৩৪

নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

ডান্ডিবার্তা | ২০ এপ্রিল, ২০২৫ | ১১:১৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বাছাই পর্বের শেষ ম্যাচে গতকাল শনিবার পাকিস্তানের বিপক্ষে হারলেও ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে অপেক্ষায় ছিল বাংলাদেশ। অনিশ্চয়তা নিয়ে তাকিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের দিকে। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জিতলেও রান রেটে বাংলাদেশকে অতিক্রম করতে পারেনি। যার ফলে ৫০ ওভারের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো অংশ নেওয়ার গৌরব অর্জন করেছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০২২ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিল। পাকিস্তানের বিপক্ষে জিতলেই নিশ্চিত ছিল ওয়ানডে বিশ্বকাপের টিকিট। কিন্তু বাছাই পর্বের শেষ ম্যাচটি ৭ উইকেটে হেরে ভারতে যাওয়ার স্বপ্নটা ফিকে হতে বসেছিল! শেষ পর্যন্ত ভারতে যাওয়ার ‘লাইসেন্স’ পেয়ে গেছে নিগার সুলতানার দল। সেটি সম্ভব হয়েছে নেট রান রেটে এগিয়ে থাকায়। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ বিশ্বকাপ নিশ্চিত করেছে। তাদের পয়েন্ট ৬ হলেও রান রেট ছিল ০.৬৩৯। ওয়েস্ট ইন্ডিজেরও পয়েন্ট ৬। কিন্তু তাদের রান রেট ছিল ০.৬২৬। গতকাল শনিবার বিকালের থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটিতে যে-ই জিততো, তাতে দুশ্চিন্তার কিছু ছিল না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যদি ১০ ওভারের মধ্যে জিতে যেত, তাহলে কপাল পুড়তো বাংলাদেশের। শুরুর দিকে বাংলাদেশের ক্রিকেটারসহ ভক্তদের হৃৎস্পন্দন বাড়িয়ে দিলেও শেষ পর্যন্ত ১০ ওভারে জয়ের সমীকরণ মেলাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে ১০.৪ ওভারে। তাতে বাংলাদেশই ভারতে যাওয়ার টিকিট পেয়েছে। গ্রæপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাটিং করে থাইল্যান্ড ৪৬.১ ওভারে ১৬৬ রান করে। জবাবে বিধ্বংসী ব্যাটিংয়ে ক্যারিবিয়ান ব্যাটাররা চেষ্টা করেছিল। কিন্তু শেষ অব্দি সমীকরণ মেলাতে পারেনি তারা, ৫ বল বেশি খেলে ৬ উইকেটে জয় নিশ্চিত করায় রান রেটে পিছিয়ে থেকে বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়েছে। বাংলাদেশের সঙ্গে চলতি বছরের নভেম্বর ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তানও। ৫ ম্যাচের সবকটিতে জিতে পুরো দশ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে তারা। এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাই পর্ব থেকে নতুন করে যুক্ত হলো বাংলাদেশ ও পাকিস্তান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা