আজ শুক্রবার | ২৯ আগস্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২ | ৫ রবিউল আউয়াল ১৪৪৭ | বিকাল ৪:১৩

সোনারগাঁয়ে বিএনপির লিফলেট বিতরণ

ডান্ডিবার্তা | ২৯ আগস্ট, ২০২৫ | ১২:০৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেঘনা শিল্প নগরী এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় পিরোজপুর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সদস্য আলিনুর হোসেন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক শাহানুর মিয়া, দপ্তর সম্পাদক হাসান বসরী, দুলাল মিয়া, ছামাদ হোসেন,আবুল হোসেন, দেলোয়ার হোসেন, রিপন মিয়া, বাবু, মকবুল,আল-আমিন, মাসুদ,হারুন-অর-রশিদ, আবুল কাশেম, রিফাত হোসেন বাবু, তোফাজ্জল হোসেন, হৃদয় হোসেন, আরিফ হোসেনসহ পিরোজপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা