আজ শুক্রবার | ২৯ আগস্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২ | ৫ রবিউল আউয়াল ১৪৪৭ | বিকাল ৪:০৩

ফতুল্লায় যুবলীগ সন্ত্রাসী মিঠু অধরা

ডান্ডিবার্তা | ২৯ আগস্ট, ২০২৫ | ১২:১৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা থানা বিএনপি নেতাদের ছত্রছায়ায় অপরাধ সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট যুবলীগ নেতা মিঠুর নিয়ন্ত্রণে ঝুট সেক্টর। তার বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসা, ঝুট সন্ত্রাসী, চাঁদাবাজী, হত্যাসহ একাধিক মামলা। আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। ফতুল্লায় ছাত্র আন্দোলন প্রতিহত করতে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি করে হত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে মিঠু ।পুলিশ দেখেও না দেখার মতোই নিরব ভূমিকা পালন করছে। একাধিক সূত্র জানান,একসময় স্থানীয় যুবলীগ নেতা শামীম ওসমানের আস্থাভাজন নিয়াজুলের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে মিঠুন লামাপাড়া, রামারবাগ,কুতালেরবাগ শিবু মার্কেটসহ আসপাশ এলাকায় গড়ে তুলেছে অপরাধের সাম্রাজ্য। আর এই অপরাধ সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট হয়ে উঠেছেন মিঠুন। তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, ঝুট সন্ত্রাসী, চাঁদাবাজীসহ বিস্তার অভিযোগ ও মামলা থাকার পরও বিএনপি নেতাদের ছত্রছায়ায় এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করছেনা। গত ১৩ আগস্ট রাত ২টার দিকে শিবুমার্কেট এলাকায় ফতুল্লা মডেল থানা ৪টি টিম অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী তার বড় ভাই আলমকে গ্রেফতার করে। গ্রেফতারের পর একই মামলার আসামী হয়ে ও মিঠু তার বাহিনী নিয়ে ভাই আলমকে ছারিয়ে নিতে আসলেও পুলিশ তাকে গ্রেফতার করেনি। তথ্য মতে, নারায়ণগঞ্জ সদর উপজেলার লামাপাড়া এলাকার মোহাম্মদ আলী দুই পুত্র মিঠু ও আলম। এই চতুর দুই সহদয় আওমীলীগ সরকার আমলে ঝুট সন্ত্রাসী, চাঁদাবাজী, সহ নানা অপরাধের জন্ম দিয়ে গোটা লামাপাড়া শিল্পাঞ্চলে মূর্তিমান আতংকে পরিনত করে রেখেছিলো। তার রয়েছ বিশাল এক সন্ত্রাসী বাহিনী। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর চতুর এই মিঠু বিএনপি নেতাদের সাথে আতাত করে পূর্বের ন্যায় তার অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। আর এই মিঠুর অপরাধ জগতের কামানো অর্থ একভাগ চলে যায় ফতুল্লা থানা বিএনপির দরবারে। ফতুল্লা থানা বিএনপি প্রভাব খাটিয়ে নতুন করে ঝুট সন্ত্রাসী, চাঁদাবাজী করাসহ আরো বেপোরোয়া হয়ে উঠেছে। স্থানীয় একাধিক তথ্য মতে, জানা যায় ৫ আগস্টের পর থেকে শিবুমার্কেট এলাকার টেক্স এসিয়া যা ইউরোটেক্স নামে পরিচিত ও শীক গামেন্ট তার বাহীনি দিয়ে ঝুট নামায় এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলকর সৃষ্টি হয়। এর পরের সপ্তাহে এই ঝুট নামানো কেন্দ্র করে বিএনপি নেতা আনোয়ার হোসেন আনুকে কুপিয়ে রক্তাক্ত জখম এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা হয়, মামলায় গ্রেফতার না হওয়াতে এলাকায় তার অপরাধ কর্মকান্ডে আরো বেপরোয়া হয়ে উঠছে। এই সন্ত্রাসী মিঠু বিরুদ্ধে একাধিক মামলা থাকায় পরও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না করায় এলাকাবাসী তার বিরুদ্ধে কথা বলার কোন সাহস পাচ্ছে না। এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর মোবাইল নাম্বারে ফোন করলে তিনি বলেন, এ বিষয় আমার কিছু জানা নেই, তবে আওয়ামী লীগের দোসর যদি বিএনিপির সাথে থাকে সেটা খুবই দুঃখ জনক। আমি বিষয়টি দেখছি এবং ফতুল্লা থানা যুবদলের সাথে কথা বলছি বিষয়টি দেখার জন্য। একাধিক মামলার আসামী হয়ে কি ভাবে বিএনপির লোকজন মিঠুকে আশ্রয় দিচ্ছে। ফতুল্লার শিল্পনগরী বলে খ্যাত পোষ্টঅফিস রোড হতে শিবুমার্কেট শিল্পাঞ্চল ঝুট সন্ত্রাসী, চাঁদাবাজী মাদক মুক্ত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অভিযান হস্তক্ষেপ কামনা করেন এলাকার সচেতনমহল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা