আজ শুক্রবার | ২৯ আগস্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২ | ৫ রবিউল আউয়াল ১৪৪৭ | বিকাল ৪:০৬

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে হুমায়ূন-আনোয়ার প্যানেলের বিজয়

ডান্ডিবার্তা | ২৯ আগস্ট, ২০২৫ | ১২:২১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক (২০২৫- ২০২৬) নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক মনোনীত সভাপতি এড. সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান নেতৃত্বাধীন প্যানেল ১৭ পদের মধ্যে ১৬টি পদেই বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। আর একটি মাত্র সদস্য পদে জামায়াত সমর্থিত প্যানেলের এড. এড. আফরোজা জাহান বিজয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত বারোটায় নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে। এর আগে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী আঃ বারী ভুইয়া। নির্বাচনে মোট ১ হাজার ১৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ১৫৩ জন। অনুপস্থিত ছিলেন ১২০ জন ভোটার। নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে এড. কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি পদে এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড.ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ পদে এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক পদে এড. মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক পদে এড. হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে এড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক পদে এড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. মামুন মাহমুদ। সদস্য পদে বিজয়ী হয়েছেন পাঁচজন। তারা হলেন: এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম, এড. আবু রায়হান ও এড. আফরোজা জাহান। এদিকে সকাল থেকে তিনটি প্যানেলের সমর্থনে বিএনপি ও জামায়াতের আইনজীবী এবং শীর্ষ নেতারা পৃথক তিনটি প্যান্ডেলের ভেতর বসে তাদের প্রার্থীদের উৎসাহ যুগিয়েছেন। দিনভর নেতাকর্মীদের পদচারণায় ও শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল আদালত পাড়া। উল্লেখ্য: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৫-২০২৬) সালের নির্বাচনে ১৭টি পদে লড়বেন ৩ প্যানেলের ৪৮ জন ও স্বতন্ত্র ১ জনসহ মোট ৪৯ জন প্রার্থী। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এড. সরকার হুমায়ূন কবীর ও এড. এইচ. এম. আনোয়ার প্রধান প্যানেল, জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত এড. হাফিজুর রহমান ও এড. মো. মাইনউদ্দিন মিয়ার পূর্ণ প্যানেল এবং আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী এড. রেজাউল করিম খান রেজা ও সাধারণ সম্পাদক প্রার্থী এড. শেখ মো. গোলাম মোর্শেদ গালিবের আংশিক প্যানেল, পাশাপাশি স্বতন্ত্র হিসেবে এড. মোহাম্মদ আলী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা