আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | রাত ২:৪৬
শিরোনাম:
সোনারগাঁয়ে চাঁদাবাজরা বেপরোয়া কোটি টাকার মালামাল লুট    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     পুলিশ কেন আত্মহত্যা করে?    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     রাজনীতিতে সক্রিয় হচ্ছেন খালেদা জিয়া    ♦     সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল    ♦     রূপগঞ্জে জমিদার সিটির সাইনবোর্ড গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত    ♦     মুসলিমনগর এলাকার জ্বলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন    ♦     বন্দর উপজেলা বিএনপি সভাপতির মামলা বাণিজ্যের অডিও ফাঁস    ♦     আইনজীবীদের প্রতি কৃতজ্ঞ: জাকির খান    ♦    

আড়াইহাজারে গৃহবধূকে জবাই করে হত্যা

ডান্ডিবার্তা | ২৪ এপ্রিল, ২০২৫ | ১০:০৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজারে সুলেখা নামে এক গহবধূকে নিজ শোবার ঘরে দিনেদুপুরে জবাই করে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় গৃহকর্তা রব মিয়া নামে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় হাইজাদী ইউনিয়নের নারান্দী এলাকার চাঁন মিয়ার ছেলে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় হাইজাদী ইউনিয়নের নারান্দী এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় এলাকার উত্তেজিত লোকজন রব মিয়া গণধোলাই দেয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাদেরকে ঘন্টাব্যাপী চেষ্টা করে শান্ত করে এক পর্যায়ে ঘাতক রব মিয়াকে আটক করে। মৃতের চার মেয়ে বিদ্যালয় থেকে বাড়ি ফিরে তাদের মাকে হত্যার বিষয়টি অবহিত হন। মৃতের স্কুল পড়–য়া মেয়ে রিক্তা আক্তার বলেন, তার মা সুলেখার সাথে তার বাবা রব মিয়ার পারিবারিক কলহ চলছিল র্দীঘদিন ধরে। প্রায় সময় বাবা-মায়ের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাটি হতো। মাকে মারধর করা হতো। মা অনেক সহ্য করে আমাদের মুখের দিকে তাকিয়ে সংসার করছিলেন। এরই জেরে গতকাল ১০টার দিকে মাকে ঘুমন্ত অবস্থায় ঘরে থাকা বটি দিয়ে বাবা রব মিয়া জবাই করে হত্যা করে। তিনি আরও বলেন, আমরা চারবোন। বাবার কোন আয়রোজগার করেনা। মা অনেক কষ্ট করে আমাদের লেখাপড়া করানোসহ পরিবারের সদস্যদের বরণপোষণ করছিলেন। আমি ঘাতক বাবার দৃটাষ্টমূলক শাস্তিা দাবী করছি। এদিকে ঘটনার খবর পেয়ে আশপাশের শতশত নারী-পুরুষকে ঘটনাস্থলে ভিড় করতে দেখা গেছে। এক পর্যায়ে লোকজন উত্তেজিত হয়ে ঘাতক রব মিয়া গণপিটুনি দেওয়ার প্রস্তুতি নেয়। বর মিয়া এ সময় তার দুচালা টিনের ঘরের এক কক্ষে লুকিয়ে ছিলেন। অপর আরেকটি কক্ষে গহবধূর জবাই করা রক্তাক্ত মরদেহ চৌকির ওপর পড়েছিল। ঘটনার খবর পেয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন লাশ উদ্ধার করাসহ ঘাতক রব মিয়াকে আটকের চেষ্টা করেন। এ সময় লোকজন উত্তেজিত হয়ে পড়ছিলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এক পর্যায়ে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে বর মিয়াকে কক্ষ থেকে বের করে পুলিশে পিকআপ ভ্যানে উঠানো হয়। স্থানীয়দের অনেকেই বলেন, এটি একটি সামাজিক অবক্ষয়। এমন নৃশংসতার স্বাক্ষি হয়ে রইল নারান্দী এলাকাবাসী। এমন ঘটনা অতীতে কোনদিন এই এলাকায় ঘটেনি। তারা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মৃতের স্কুল পড়ুয়া চার কন্যার মাতমে এলাকার বাতাস ভারী হয়ে উঠে। এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গহবধূর গলার অর্ধেক কাটা রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা