আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সকাল ৮:৫১

মে দিবসে রাজনৈতিক দলগুলির কর্মসূচি

ডান্ডিবার্তা | ০১ মে, ২০২৫ | ১১:১১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
মে দিবস উপলক্ষে টানা তিন দিনের ছুটিতে রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। ছুটি কাজে লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বড় সমাবেশের আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বড় পরিসরের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে নারায়ণগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেবেন বলে জানা গেছে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। একই দিনে, জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পুরানা পল্টন মোড়ে লক্ষাধিক শ্রমিক নিয়ে সমাবেশ করবে। এই সমাবেশে নারায়ণগঞ্জের শ্রমিকদেরও অংশগ্রহণ করার কথা রয়েছে। আগামীকাল শুক্রবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে। এই কর্মসূচিতে নারায়ণগঞ্জের কিছু নেতাকর্মীও অংশ নিতে পারে। আগামী শনিবার হেফাজতে ইসলাম বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে। ১ এই সমাবেশে নারায়ণগঞ্জের বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়াও, শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের ছোট-বড় বেশ কয়েকটি সভা-সমাবেশ হওয়ার কথা রয়েছে। এই সমাবেশগুলোর মাধ্যমে রাজনৈতিক দলগুলো তাদের শক্তি প্রদর্শন এবং বিভিন্ন দাবি তুলে ধরবে। এই ধারাবাহিক সমাবেশের কারণে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশেপাশের এলাকায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা