আজ মঙ্গলবার | ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ৭ জিলকদ ১৪৪৬ | সকাল ৯:০৫

ঝুট নামানো নিয়ে বিএনপির দুই গ্রæপের সংঘর্ষ

ডান্ডিবার্তা | ০৪ মে, ২০২৫ | ৯:৩৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে একটি গার্মেন্টস এর ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রæপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার সময় সিদ্ধিরগঞ্জপুলস্থ এম এস টাওয়ারে অবস্থিত গার্মেন্টস এর সামনে এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাস্থলে থাকা কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, সিদ্ধিরগঞ্জপুলস্থ একটি গার্মেন্টস এর ঝুট নামানোকে কেন্দ্র করে সাবেক এমপি গিয়াস উদ্দিনের সমর্থক ও বর্তমান জেলা বিএনপির আহŸবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সমর্থক গাজী মনিরের সাথে প্রথমে কথাকাটাকাটির ঘটনা ঘটে। কথাকাটাকাটির এক পর্যায়ে দু’গ্রæপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে বিএনপি নেতা গাজী মনিরসহ উভয় পক্ষের লোকজন আহত হয়। খবর পেয়ে গাজী মনিরের সমর্থক কিশোর গ্যাং লিডার করিম বাদশাসহ অর্ধশতাধিক পালিত সন্ত্রাসী ঘটনাস্থলে এলে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা জানান, যে গার্মেন্টস এর ঝুট নিয়ে মারামারির ঘটনা ঘটেছে সেটি নাসিক ৪নং ওয়ার্ডে অবস্থিত। বিএনপি নেতা গাজী মনিরের বাসা নাসিক ১নং ওয়ার্ডে। সে নাসিক ১নং ওয়ার্ড থেকে এসে ৪নং ওয়ার্ডের ঝুট নিয়ন্ত্রণ করতে চাইলে ঘটনার সূত্রপাতের সৃষ্টি হয়। তিনি আরও বলেন, জেলা বিএনপির আহŸবায়ক অধ্যাপক মামুন মাহমুদ নাকি তাকে এই গার্মেন্টস এর ঝুট নামানোর অনুমতি দিয়েছে তাই তিনি এখানে এসেছেন। তবে খবর পেয়ে গনমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের বিএনপি নেতাকমীরা জানান নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে এটা আমরা বসে মিমাংসা করে নিবো। এ বিষয়ে জানতে চাইলে গিয়াস উদ্দিন সমর্থক রাশেদ জানান, আমাদের কোনো লোক সেখানে যায়নি। আমাদের লোকজনদের নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা গাজী মনির জানান, বেশ কিছুদিন ধরে শুনেছি কে বা কারা আমার নাম জড়িয়ে মিথ্যে অপবাদ ছড়াচ্ছে, আমি নাকি গার্মেন্টস এর ঝুটের গোডাউন তালা দিয়ে রেখেছি। বিষয়টি আমাদের নেতা অধ্যাপক মামুন মাহমুদ আমাকে জানালে আমি আজ ঘটনাস্থলে যাই। সেখানে গেলে সাবেক এমপি গিয়াস উদ্দিনের লোকজন আমার উপর হামলা করে। আইনগত কোনো ব্যবস্থা নিবেন কিনা জানতে চাইলে তিনি জানান এখনো কোনো সিন্ধান্ত হয়নি সুস্থ হয়ে পরে সিন্ধান্ত নিবো। এ ব্যপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঝুট নিয়ে দুই গ্রæপের তর্ক হয়েছে এমনটা শুনেছি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা