আজ শুক্রবার | ৪ জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ৮ মহর্‌রম ১৪৪৭ | সন্ধ্যা ৬:০৮
শিরোনাম:
জুলাইয়ে ছাত্র-জনতার উপর শামীম ওসমান বাহিনীর গুলির দৃশ্য আন্তর্জাতিক মিডিয়ায়    ♦     হাইব্রিডরা বিএনপির জন্য কাল!    ♦     স্ত্রীর দেয়া কিডনিতে প্রাণে বেঁচে পরকীয়ায় জড়ালেন স্বামী    ♦     পদত্যাগ করেছেন মম    ♦     নির্বাচনী রাজনীতি কোন দিকে গড়াচ্ছে?    ♦     ভাল লোকেরা দেশ ছেড়ে পালায় না: গিয়াস উদ্দিন    ♦     জুলাই আন্দোলনে শহীদের মাগফেরাত আহতদের সুস্থতা কামনায় দোয়া    ♦     সদর ইউএনও’র বিরুদ্ধে ৫ লাখ টাকা দাবীর অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন    ♦     ফতুল্লা পোস্ট অফিস টু শিবু মার্কেট রোডের বেহাল দশা!    ♦     অপহরণকারী চক্রের দুই নারীসহ ৪জন গ্রেপ্তার    ♦    

পদত্যাগ করেছেন মম

ডান্ডিবার্তা | ০৪ জুলাই, ২০২৫ | ১১:৩৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর পুনর্গঠন করা হয় চলচ্চিত্র অনুদান কমিটি। আর এতে জায়গা পান জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। ৭ অক্টোবর তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে সভাপতি করে মোট ১০ সদস্যকে নিয়ে গঠন করা হয় এই চলচ্চিত্র অনুদান কমিটি। তবে সেই কমিটিতে আর নেই মম। চলতি বছর ২৫ মে পদত্যাগপত্র জমা দিয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি প্রকাশ্যে আসে গত মঙ্গলবার ৩২টি সিনেমাকে ১৩ কোটি টাকা অনুদান প্রদানের পর। মম সংবাদমাধ্যমকে জানান, গত ২৫ মে তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। অভিনেত্রীর দাবি- ক্ষমতার কাছে যেহেতু ব্যক্তিগত কোনো চাওয়া নেই, এজন্য শুধু কাজই করতে চেয়েছিলেন তিনি; কিন্তু সেটি হয়নি। তার উপলব্ধি, তার ছেড়ে দেওয়া পদে অন্য কেউ এসে কাজ করলে এতে কমিটির জন্য আরও ভালো হবে। এদিকে, ২০২৪-২৫ অর্থবছরে ৩২টি সিনেমাকে মোট ১৩ কোটি টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়। গত ১ জুলাই প্রজ্ঞাপনও প্রকাশ হয়। এ নিয়ে নানা আলোচনা ও সমালোচনার মধ্যেই অনুদান কমিটি থেকে অভিনেত্রী মমর পদত্যাগের বিষয়টি সামনে আসে। এ বিষয়ে তিনি জানান, গত ১ জুলাই অনুদানের যে প্রজ্ঞাপন জারি হয়েছে বা যেসব সিনেমাগুলো অন্তর্র্বতী সরকারের অনুদান পাচ্ছে, সেখানে কমিটির সদস্য হিসেবে কোনো অংশীদারিত্ব নেই তার। অনুদান পাওয়া সিনেমাগুলোর নির্বাচন কিংবা বাছাই ও চূড়ান্তকরণে কোনো দায়ও নেই তার। মূলত চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্য নিয়ে সংস্কারের আশায় নিজের শুটিং ব্যস্ততা ফেলে রাজপথ থেকে চলচ্চিত্র অনুদান কমিটিতে যুক্ত হয়েছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। কিন্তু তিনি পদত্যাগ করলেন। আরও পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের শিক্ষক ও অভিনেতা-নির্দেশক তিতাস জিয়া এবং নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ। তারাও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা