আজ শুক্রবার | ৪ জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ৮ মহর্‌রম ১৪৪৭ | সন্ধ্যা ৭:৩৬
শিরোনাম:
জুলাইয়ে ছাত্র-জনতার উপর শামীম ওসমান বাহিনীর গুলির দৃশ্য আন্তর্জাতিক মিডিয়ায়    ♦     হাইব্রিডরা বিএনপির জন্য কাল!    ♦     স্ত্রীর দেয়া কিডনিতে প্রাণে বেঁচে পরকীয়ায় জড়ালেন স্বামী    ♦     পদত্যাগ করেছেন মম    ♦     নির্বাচনী রাজনীতি কোন দিকে গড়াচ্ছে?    ♦     ভাল লোকেরা দেশ ছেড়ে পালায় না: গিয়াস উদ্দিন    ♦     জুলাই আন্দোলনে শহীদের মাগফেরাত আহতদের সুস্থতা কামনায় দোয়া    ♦     সদর ইউএনও’র বিরুদ্ধে ৫ লাখ টাকা দাবীর অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন    ♦     ফতুল্লা পোস্ট অফিস টু শিবু মার্কেট রোডের বেহাল দশা!    ♦     অপহরণকারী চক্রের দুই নারীসহ ৪জন গ্রেপ্তার    ♦    

জুলাইয়ে ছাত্র-জনতার উপর শামীম ওসমান বাহিনীর গুলির দৃশ্য আন্তর্জাতিক মিডিয়ায়

ডান্ডিবার্তা | ০৪ জুলাই, ২০২৫ | ১১:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে আন্দোলনকারীদের উপর প্রকাশ্যে গুলি চালিয়েছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার অনুসারী আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রায় ১ বছর সেই সময়কার অনেকগুলো ছবি প্রকাশ করেছেন জুলকারনাইন সায়ের খান।। নেটিজেনরা ছবিগুলো শেয়ার করে ক্ষোভ প্রকাশ করছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধ্যানি সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে ছবিগুলো ভাইরাল এবং দ্রæত শেয়ার হতে থাকে। এ পর্যন্ত প্রায় আড়াই হাজার নেটিজেন পোস্টটি শেয়ার করেছেন। জুলকারনাইন তার স্ট্যাটাসে বলেন, ‘১৯ জুলাই ২০২৪, নারায়ণগঞ্জ শহরে শামীম ওসমানের নেতৃত্বে —অয়ন ওসমান, তানভীর আহম্মেদ টিটু, খোকন সাহা, এসএম রানা, শাহ নিজাম, সালাউদ্দিন চৌধুরী বিটু, কাওসার আহমেদের মদদে সংগঠিত হামলার এই ছবিগুলো তুলেছিলেন পারভেজ আসিফ আহমেদ উৎস। নিজ ক‍্যামেরায় এসকল ছবি ধারণ করার সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে ওসমান বাহিনী এবং তিনি গুলিবিদ্ধ হয়ে আহতও হন। প্রায় ১ বছর পর প্রকাশিত এসব ছবিতে আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীদের সশস্ত্র অবস্থায় আগ্রাসী ভূমিকায় দেখা যাচ্ছে। আপনার এই সাহসীকতাকে শ্রদ্ধা ও ধন‍্যবাদ পারভেজ আসিফ।’ জুলকারনাইনের শেয়ার করা ছবিগুলোতে শামীম ওসমানের নেতৃত্বে অস্ত্র হাতে তার নেতাকর্মীদের দেখা যায়। প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকরা জানান, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের দমনে পুলিশের পাশাপাশি সড়কে নেমে আসেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। নারায়ণগঞ্জ-৪ আসনের ওই সময়ের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নেতৃত্বে আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলা চালায় তার অনুসারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকশʼ নেতা-কর্মী। শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলি ছুড়তে থাকেন তারা। সেদিন ধারণ করা একাধিক ভিডিও ও স্থিরচিত্রে শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক তানভীর আহমেদ টিটু, ছেলে অয়নের শ্বশুড় ফয়েজউদ্দিন লাভলু, লাভলুর ছেলে মিনহাজুল ইসলাম ভিকি, শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী আওয়ামী লীগ নেতা শাহ নিজাম, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ, রাফেল প্রধান, আহমেদ কাউসার, সোহানুর রহমান শুভ্রসহ কয়েকজনকে গুলি চালাতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা বলেন, সেদিন ছিল শুক্রবার, জুমার নামাজের পরপরই চাষাঢ়া থেকে গাড়িবহর নিয়ে বের হন শামীম ওসমান। পরে বঙ্গবন্ধু সড়কের অন্তত দুই কিলোমিটার এলাকাজুড়ে কয়েক দফায় মহড়া দিয়ে গুলি চালান তারা। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছাড়াও ধারালো রাম দা, চায়নিজ কুড়ালও ছিল হামলাকীদের হাতে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা