
ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে কেন্দ্রীয় খাদ্য গুদাম ও খাদ্য পন্য রাখার সাইলো প্রকল্প নির্মান কাজের পরির্দশন করেছেন খাদ্য ও কৃষি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। গতকাল শনিবার দুপুরে পরির্দশন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, এবার দেশে বোরোর বাম্পার ফলন হয়েছে। কিছু দিনের মধ্যে চাউলের দাম সহনীয় হয়ে আসবে। টিসিবি কার্ড সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, টিসিবি পন্য বিক্রয় বানিজ্য মন্ত্রনালয়ের অধিনে তবে চাউল আমাদের অধিনে। আগামীতে যাতে প্রকৃত দুস্তরা টিসিবি পন্য পায় সে ব্যবস্থা করা হচ্ছে। যাতে স্বামী পরিত্যাক্ত ও বিধবারাও এ পন্য পেতে পারেন সে ব্যবস্থা নেয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, কৃষকরা যাতে তাদের আবাদকৃত ফসলের ন্যায্য দাম পায় সে ব্যাপারে সরকার খুবই সতর্কতার সাথে কাজ করছে। বর্তমানে চালের দাম সহনীয় পর্যায়ে এলেও কৃষকদেরও ন্যায্য দাম পেতে হবে। কারণ, কৃষকরা ন্যায্য দাম পেলে তারা শষ্য উৎপাদনে আরও উৎসাহি হবে। তাই সরকার এ বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে। নারায়ণগঞ্জের খাদ্য গুদামগুলোর বিষয়ে সন্তোষ প্রকাশ করে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, নির্মাণাধীন সাইলো গুদাম পরিদর্শন, কাজের অগ্রগতি যাতে তরান্বিত যাতে করা যায় সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে পরামর্শ ও উপদেশ দেয়া হয়েছে। মোটামুটিভাবে আমাদের সাইলো গুদামের নির্মাণ কাজ সমাপ্তির পথে। আমরা সহসাই এটার মধ্যে মালামাল রাখতে পারবো। সারা দেশে এবার আশাতীত বোরো ফসল উৎপাদন হয়েছে। সুতরা আমরা বিভিন্ন জায়গায় যাতে মালামাল রাখতে পারি সেজন্য সাইলোগুলো পরিদর্শন করছি। এখানে মজুদ করার মতো ভালো জায়গা রয়েছে। সারা দেশের সঙ্গে যোগাযোগে নদীপথে ও সড়ক পথে চলাচল করা যায়, একটু চেষ্টা করলে রেলপথেও যোগাযোগ করা যাবে। বোরোর পাশাপাশি অন্য ফসলের উৎপাদনও যদি ভালো হয় তাহলে টিসিবি এবং ওএমএস সহ সরকারের খাদ্য বিষয়ক কর্মসূচিগুলো আমরা আরও ব্যাপকভাবে বাড়াতে পারবো। চালের দাম ক্রমান্বয়ে আকেরটু কমে আসলে আটার দামও কমে যাবে। এছাড়া টিসিবির ভূয়া কার্ড বাতিল করে ভোক্তাদের নতুন করে স্মার্ট কার্ড দেয়ার কথাও জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। মিলগুলোতে মোটা চাল কেটে চিকন করার প্রসঙ্গে বলেন, খাদ্য উপদেষ্টা বলেন, এটি আমরা তদন্ত করে দেখছি। তারা অস্বীকার করলেও বড় যে চাল মিলগুলো রয়েছে, সেগুলোতে আমরা তদন্ত করছি। যদি চাল কেটে চিকন করা হয়, এটা যাতে না করা হয়- এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেবো। গম ও আটার দাম বৃদ্ধি প্রসঙ্গে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আমাদের মধ্যবিত্ত সমাজে সকলে আমরা এক বেলা রুটি খাই। আগে মানুষ তিনবেলা ভাত খেতো। সেক্ষেত্রে আমাদের দেশে গমের চাহিদা রয়েছে বছরে কমপক্ষে ৭০ লক্ষ টন। আমাদের দেশে গমের আভ্যন্তরীন উৎপাদন ১০ লক্ষ টন। বাকী ৬০ লক্ষ টন গম বেসরকারিভাবে আমদানি করতে হয়। সরকারিভাবে আমরা যেটা আমদানি করি সেটার কিছু পরিমান ওএমএসে দেই। বাকিটা আমাদের রেশনিংয়ে পুলিশ-মিলিটারী-আনসার ও জেলখানাসহ অন্যান্য সংস্থায় দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম, সিএসডির ব্যবস্থাপক মুশফিকুর রহমান, সাইলো এর প্রকল্প পরিচালক মোঃ আসাদুজ্জামান(উপসচিব), এবং প্রজেক্ট ডাইরেক্টর মোঃ আমিনুল ইসলামসহ এ প্রজেক্ট ও অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উপদেষ্টা মহোদয় নির্মাণাধীন সাইলো এবং নতুন গুদামের কাজের অগ্রগতির খোঁজ খবর নেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯