আজ বৃহস্পতিবার | ৮ মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ৯ জিলকদ ১৪৪৬ | সন্ধ্যা ৬:৪৭

একাট্টা হচ্ছে সহযোগি সংগঠনগুলি

ডান্ডিবার্তা | ০৮ মে, ২০২৫ | ৯:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন। তারা আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে ঢেলে সাজানোর দাবি জানান। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহŸায়ক রফিকুল ইসলাম রফিক বলেছেন, মিলাদের যে প্রোগ্রাম হবে আমি আশা করবো সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারাই নির্ধারণ করবেন। যে ৩০ তারিখের কর্মসূচি কীভাবে করলে আমাদের জনসম্পৃক্ততা বাড়বে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনের যেন একটা প্রচারণা হয়ে যায়। আমরা যেন দ্বারে দ্বারে এই আলোচনা পৌঁছে দিতে পারি সেভাবে আপনারা উদ্যোগ নিবেন এটাই আমার আশা। রূপগঞ্জ থানা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ বলেছেন, আজকেও প্রকাশ্যে ভূলতায় এই সেলিম লোকজন ও অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে। কার শেল্টারে? আমাদের তো অস্ত্রধারী সন্ত্রাসী লাগে না। কীভাবে এই অস্ত্রধারী সন্ত্রাসীরা ঘুরে বেড়ায় এটা আপনারা খুঁজে বের করুন। প্রশাসনকে বলুন অস্ত্র উদ্ধারে অভিযান চালাতে। তিনি আরো বলেন, আমরা ২০১৮ সাল পর্যন্ত ছাত্র রাজনীতিতে ছিলাম। ২০১৮ সালের পর সায়েম ভাই ছাত্র রাজনীতি ছেড়ে দেয়ার পরেও আমি ছাত্র রাজনীতি করেছি। সেসময় রূপগঞ্জে বিএনপির যে অবস্থা ছিল সেটা থেকে উত্তরণ হয়েছে একমাত্র দিপু ভূঁইয়ার শক্তিশালী নেতৃত্বের কারণে। তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনের পর তৃণমূলের কর্মীদের কেউ খবর রাখেনি। আমরা সেসময় বহু মামলার শিকার হয়েছি। আমাদের খবর কেউ রাখেনি। এখানে অনেকেই মরহুম মতিন চৌধুরীর সাথে রাজনীতি করেছেন। তাদের খবরও কেউ নেয়নি। সেসময় সকলের পাশে দাঁড়িয়েছেন দিপু ভাই। আমি এবং আমার আহŸায়ক নাহিদ হাসান ভূঁইয়ার নেতৃত্বে যে কমিটি পেয়েছি সেটাও দিপু ভূঁইয়ার হাত ধরে। সর্বশেষ জুলাই আন্দোলনে দিপু ভাই ও কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে সাইনবোর্ড থেকে কাঁচপুর ও সাইনবোর্ড থেকে চাষাঢ়ায় আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি। সেসময় হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। আমরা সেই গুলির সামনেই দাঁড়িয়েছিলাম। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া বলেছেন, আমি আহŸান জানাই আমাদের ইউনিয়ন পর্যায়ে যারা যারা ছাত্রদলে আছে তাদের অবস্থা খুবই ভয়াবহ। যেহেতু জুলাই আন্দোলনে ছাত্রদের বিপ্লবে এ দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। ভবিষ্যতে আমরা ছাত্রদের যদি এগিয়ে না দেই তাহলে দেশ আবার বিপর্যয়ের মুখে পড়বে। তিনি আরো বলেন, পাঁচ আগষ্টের আগের সময়ে জুলাই আন্দোলনে ছাত্র জনতার বিপ্লবে বাংলাদেশ দ্বিতীয় ভাবে স্বাধীন হয়েছে। পাঁচ আগষ্টের আগে রূপগঞ্জে আমাদের বিভিন্ন ইউনিয়নে ছাত্রদলের যে অবস্থা এ অবস্থায় একটি সংগঠন কীভাবে দাঁড়িয়ে থাকতে পারে আমি জানি না। তিনি বলেন, সামনে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী। আমরা এদিন প্রতিটি ওয়ার্ড পর্যায়ে এ আয়োজন করলে আমি মনে করি সবচেয়ে ভাল হয়। যেহেতু সামনে নির্বাচন। এতে জনসম্পৃক্ততা বাড়বে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েম বলেছেন, স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে মানুষের সাথে খারাপ ব্যাবহার করার কারণে, মানুষের উপর জুলুম করার কারণে। আজকে আমি যদি জুলুম করি তাহলে এর দায়ভার দিপু ভাইয়ের কাঁধে যাবে। আপনারাও জুলুম করলে এর দায়ভার দিপু ভাইয়ের কাঁধে যাবে। তিনি বলেন, আমি আশা করি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলে দায়িত্ববান নেতা। আমি বিশ্বাস করি গ্রামে অনেক লোক যারা কোটি কোটি টাকার মালিক তবুও গ্রামের মানুষ মানুষ আপনাদের কাছে আসে। কারণ দল আপনাকে একটা দায়িত্ব দিয়েছে, আপনাকে সম্মানিত করেছে। তিনি আরো বলেন, বিএনপির দিকে তাকিয়ে আমরা যেন কোন অপরাধে জড়িয়ে না যাই। আমরা অপরাধে জড়িয়ে গেলে আমাদের নেতা দিপু ভাইকে নির্বাচিত করতে আমাদের কষ্ট হবে। আমাদের স্বপ্ন দুটি, দিপু ভাইকে নির্বাচিত করতে হবে এবং তাকে মন্ত্রী করতে হবে। তাই আপনারা চেষ্টা করবেন আমাদের যেন বদনাম না হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা