আজ সোমবার | ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ১৩ জিলকদ ১৪৪৬ | সকাল ৭:৩৪

আতঙ্কে বাড়ি ছাড়ছে আ’লীগ কর্মীরা

ডান্ডিবার্তা | ১১ মে, ২০২৫ | ৯:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গত ১ মে গ্রেফতা হয় বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন ও বন্দর থানা যুবলীগ নেতা উজ্জল । তাদের গ্রেপ্তার সংবাদে বন্দর থানা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। ছাত্র-জনতার উপর হামলার মামলার আসামী পাশাপাশি পদধারী নেতাকর্মীরা গা-ঢাকা দিয়েছেন। গত ৪ ফেব্রæয়ারি বন্দর উপজেলায় আওয়ামী লীগের কর্মসূচির লিফলেট বিতরণে ভিডিও ভাইরাল হওয়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। এর আতংকে বন্দরে আওয়ামীলীগের রাজনীতি স্থবিরতা হয়ে পড়ে। ছাত্র-জনতার হতাহত মামলায় আসামী হওয়া নেতারা পালিয়ে গেলেও অন্যান্য আত্মগোপনে অবস্থান নেয়। ১৬ ফেব্রæয়ারি কলাগাছিয়া থেকে গ্রেপ্তার হন ইউপি চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি দেলোয়ার হোসেন। ১৮ দিন পর বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেন গ্রেপ্তার হন। তারা দুইজনই দীর্ঘ সময়ে কারাবন্দি হয়ে জামিনে মুক্ত হয়েছেন। এর আগে গত বছর ৩ অক্টোবর সাবেক কাউন্সিলর ও ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম গ্রেপ্তার হন। গত বছরের ৫ আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি ও মদনপুর ইউপি সাবেক চেয়ারম্যান গাজী এম এ সালাম, ধামগড় ইউপি সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুম আহম্মেদ, বন্দর থানা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন, সভাপতি প্রার্থী হুমায়ূণ কবির মৃধা, যুবলীগ নেতা খান মাসুদ সহ নেতারা আত্মগোপনে চলে যান।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা