আজ মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ১৪ জিলকদ ১৪৪৬ | সকাল ৬:০২

শহরে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কাজের ধীরগতিতে বেড়েই চলছে জনভোগান্তি

ডান্ডিবার্তা | ১২ মে, ২০২৫ | ৮:৩৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ সারা দেশের মধ্যে একটি ছোট শহর ও অর্থনৈতিক অঞ্চল হিসেবে সমাদৃত। দেশের অর্থনীতিতে এ অঞ্চলের অবদান অনেক বেশী। কিন্তু সে তুলনায় এখানে উন্নয়নের মাত্রা খুবই সীমিত। বিশেষ করে রাস্তাঘাট ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা খুব বেশী ভালো বলা চলেনা। বিগত দিনগুলোতে এখানে তেমন উল্লেখ যোগ্য উন্নয়ন কাজ চোঁখে পড়েনা। তবে বর্তমান সময়ে এখানে রাস্তাঘাট ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন সাধনে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। শহরের মূল পয়েন্টগুলোতে একই সাথে কাজ শুরু করায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণকে। প্রায় সারাদিনই যানজট লেগে থাকে এসকল ব্যস্ত এলাকাগুলোতে। তবে আশার কথা হচ্ছে আসন্ন বর্ষা মৌসুমে চরম ভোগান্তি পোহাতে হলেও সঠিক সময়ে কাজ শেষ করতে পারলে আগামীতে স্বস্তিতে থাকবে নগরবাসী। বিগত দিনগুলোতে দেখা গিয়েছে সামান্য বৃষ্টি হলেই নগরীতে হাটু পানি জমে যেত। যার ফলে জনগণের চলাচল করা সহ সড়কে যানবাহন চলাচল বিঘিœত হতো। এতে করে শহরে লম্বা জ্যামের সৃষ্টি হতো। গত কয়েক মাস যাবৎ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া, গলচিপার মোড়, কালিরবাজার, ২নং রেল গেইট সহ কয়েকটি এলাকায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের কাজ বেশ জোরেসোরে চলছে। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান রিপা কনন্সট্রাকশন এর প্রতিনিধির সাথে কথা বললে তিনি জানান, নগরীর মুল পয়েন্টগুলোতে একই সাথে কাজ চলমান রয়েছে। কালীরবাজার থেকে শুরু করে বিবি রোডের হোয়াইট হাউজ রেষ্টুরেন্ট পর্যন্ত এবং পরে ২নং রেল গেইট পর্যন্ত আন্ডারগ্রাউন্ড পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কাজ শেষ করা হবে। এ কাজে প্রায় দেড় বছর সময় লাগবে বা এর চাইতে বেশীও হতে পারে। কারন মাটির গভিরে পানি, বিদ্যুৎ, টেলিফোন, গ্যাসের লাইন থাকে। কাজ শুরু করার সময় ঐ সকল দপ্তরগুলোতে জানাতে হয় এতে করে সময় আরো বেড়ে যায়। তবে আমরা চেষ্টা করছি যাতে করে দ্রæততম সময়ের মধ্যে কাজ শেষ করা যায়। বর্তমান জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নগরীকে গ্রিন এন্ড ক্লিন নগরী হিসেবে তৈরি করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন। গাছ লাগানো সহ নগরীকে পরিষ্কার রাখার ব্যাপারেও জনসাধারণকে তাগিদ দিচ্ছেন। সেই সাথে নগরীতে যানজটের মাত্রা কমাতেও বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। সচেতন মহল মনে করে, এসকল পদক্ষেপ বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ একটি আধুনিক শহর হিসেবে সারাদেশে সমাদৃত হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা