আজ বুধবার | ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২২ জিলকদ ১৪৪৬ | দুপুর ১:০০

আইভীর শ্লোগানে বেকায়দায় অনুসারিরা

ডান্ডিবার্তা | ১৩ মে, ২০২৫ | ৯:২৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যাকারী আওয়ামী লীগের পক্ষে ¯েøাগান ও অবিচল মনোভাব সব অর্জনকে ¯øান করে দিতে চলেছে। গত বৃহস্পতিবার রাত থেকে গত শুক্রবার সকাল পর্যন্ত নাটকীয়তা শেষে তাকে গ্রেপ্তারের পর সর্বত্র নেতিবাচক আলোচনা ঘটে। কিন্তু গ্রেপ্তারের সময়ে আসামী হয়েও মিডিয়ার সামনে বক্তব্য দেওয়া ও সেখানে আওয়ামী লীগের ¯েøাগান দিয়ে নিজেকে অবিচল রাখার প্রত্যয় করায় সর্বত্র বিতর্কের সম্মুখীন হয়। এর মধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবীতে আন্দোলনের মুখে সরকার আওয়ামীলীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেন এবং প্রজ্ঞাপনও জারি করেন। টানা তিনবারের মেয়র ও বিলুপ্ত পৌরসভার চেয়ারম্যান ছিলেন আইভী। ভোটের ক্ষেত্রে প্রতিক‚ল ও অনুক‚ল পরিস্থিতিতে তিনি বার বার ভোটে জিতে গেছেন। ২০১১ সালে শামীম ওসমানের বিরুদ্ধে লড়াই করে জিতে যান আইভী। পরে ২০১৬ সালে ধানের শীষের সাখাওয়াত ও সবশেষ এ বছরের ১৬ জানুয়ারী তৈমূর আলম খন্দকারের বিরুদ্ধে লড়তে গিয়ে প্রায়শই নিজ দলের বিরুদ্ধেই লড়তে হয়েছে। সে কারণেই নানা কারণে বেশ অভিজ্ঞ আইভী। এসব কারণে আওয়ামী লীগের দলের সভানেত্রী ও কেন্দ্রীয় নেতাদের কাছে আইভী পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। রাজনীতি ছাড়াও উন্নয়নের ক্ষেত্রে আইভী বেশ নজির রেখেছেন। গত বৃহস্পতিবার রাতে যখন পুলিশের উপস্থিতি লোকজন টের পায় তখনই শত শত থেকে হাজারো মানুষ ভীড় করে দেওভোগের চুনকা কুঠিরের সামনে যেটা সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়ি। একের পর এক ¯েøাগানে উত্তাপ ছড়ায় বাড়ির চারপাশ। বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয় প্রবেশপথ। ¯েøাগান উঠে ‘দল মত বুঝি না আইভী তুমি জনতার’। এ ¯েøাগানে মাতোয়ারা পুরো এলাকা। পুলিশও আটকে যায় জনতার বাধায়। কিন্তু প্রায় ৭ ঘণ্টার বেশী সময় ধরে উত্তেজনার পর ৫ মামলার আসামী আইভী যখন বাড়ি ছাড়েন তখন দিয়ে বসেন আওয়ামী লীগের ¯েøাগান। বলেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলায় যদি আমার শাস্তি হয় তাহলে আমি তা মাথা পেতে নেব। আমি তো কোন অন্যায় করিনি, চাঁদাবাজি করিনি, হত্যা করিনি। যখন নারায়ণগঞ্জের একটা মানুষও কথা বলতোনা প্রতিবাদ করতো না তখন ত্বকী হত্যার প্রতিবাদ সহ সকল প্রতিবাদ আমি করেছি। আমি আপনাদের সেবা দিয়েছি।’ তিনি আরো বলেন, আপনারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, নতুন সরকার এসেছে। আমি তো কোন অপরাধ করিনি তাহলে কেন আমাকে গ্রেপ্তার জানতে চাই সরকারের কাছে। আমার ভাইকে আমরা হারিয়েছি ১ মাস হয়নি, ৩টা ছেলে মেয়ে। এমন অবস্থায় আমি তো বাড়িতেই ছিলাম, পালাইনি তবে কেন গ্রেপ্তার? এর আগে ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর ১৫ আগস্ট শহরের দুই নং রেল গেট এলাকাতে আওয়ামী লীগ কার্যালয়ে যান আইভী। সেদিন তিনি শেখ মুজিবুরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আইভীর বাড়াবাড়ি বেশী হয়ে গেছে। সে নিজেকে কেন্দ্রীয় নেতা ভাবতে শুরু করেন। যেখানে দেশের মানুষ আওয়ামীলীগের প্রতি ঘুণা ছড়াচ্ছে সেই সময় তিনি আওয়ামীলীগের গুন হাওয়াটা তার জন্য সামনে আরো কাল হয়ে দাঁড়াতে পারে। তার এ বক্তব্যে তিনি তার অনুসারিদের বেকায়দায় ফেলে গেছেন।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা