আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সকাল ৭:২৩

নারায়ণগঞ্জ পাসপোর্ট দুই দালালের বিরুদ্ধে মামলা

ডান্ডিবার্তা | ২১ মে, ২০২৫ | ৬:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস প্রাঙ্গণে দালালচক্র ও অবৈধ দোকানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। অভিযান চলাকালে পাসপোর্ট অফিসের আশপাশে দালালদের তৎপরতা পর্যবেক্ষণ করে দুজন দালালের বিরুদ্ধে দÐবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় মামলা দায়ের করা হয়। তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় একটি পাসপোর্টও জব্দ করা হয়। একই অভিযানে পাসপোর্ট অফিসের সামনের সড়কে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। দোকানগুলোর মালিকদের এক সপ্তাহের মধ্যে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় একটি টিনের দোকান ভেকু দিয়ে সরিয়ে ফেলা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিক সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা