আজ বুধবার | ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২২ জিলকদ ১৪৪৬ | বিকাল ৩:২২

সিদ্ধিরগঞ্জে সেমাই কারখানায় অভিযান

ডান্ডিবার্তা | ২১ মে, ২০২৫ | ৭:০৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে একটি সেমাই কারখানায় চালিয়েছেন জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট টি.এম. রাহসিন কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি সেমাই প্রস্ততকারী কারখানাকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট টি.এম. রাহসিন কবির জানান, অভিযানকালে কারখানাটিতে খাদ্য প্রক্রিয়াকরণে অপরিচ্ছন্ন ও অনুপযুক্ত পরিবেশ, বৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা দেখা দেওয়ায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৯-এর ৪৩ ধারা অনুযায়ী পঁচিশ হাজার টাকা অর্থদÐ প্রদান ও সঙ্গে সঙ্গে আদায় করা হয়। তিনি আরও জানান, এ অভিযান নাগরিকদের নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিতকরণে জেলা প্রশাসনের চলমান কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা