
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের পাবলিক টয়লেট ভেঙে দলীয় কার্যালয় নির্মাণের মতো গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের জেলা আহŸায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাফিয়ান আহমেদ রিয়নের বিরুদ্ধে। এই ন্যাক্কারজনক দখলবাজি ছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক সংশ্লিষ্টতা, সাধারণ মানুষকে হয়রানি এবং ত্রাস সৃষ্টির এক দীর্ঘ ফিরিস্তি তুলে ধরেছেন এলাকাবাসী। রিয়নের এই লাগামহীন কর্মকাÐে পুরো জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে, এবং নগরবাসী তার বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে নগরীর শেখ রাসেল পার্ক সংলগ্ন ডিআইটি এলাকার সিটি কর্পোরেশনের একটি পাবলিক টয়লেট। স্থানীয়দের অভিযোগ, ছাত্র সমাজের জেলা আহŸায়কের পদ পেয়েই রিয়ন এই পাবলিক টয়লেটটি ভেঙে রাতারাতি দলের নামে ব্যক্তিগত অফিস নির্মাণ করেন। ডিআইটির বাসিন্দা জামাল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি সম্পত্তি কেউ নিজের ইচ্ছামতো দখল করে অফিস বানাতে পারে না। এই টয়লেটটি এলাকার সাধারণ মানুষ ব্যবহার করত। আমরা নাসিক কর্মকর্তাদের কাছে আবেদন জানাই, অবিলম্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রিয়নের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।” জানা যায়, এই ঘটনায় ইমরান নামে এক ব্যক্তি সদর মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ রিয়নকে আটকও করেছিল। কিন্তু পরবর্তীতে মুচলেকা দিয়ে বেরিয়ে এসে তিনি পুনরায় ওই স্থানে তার দখলদারিত্ব কায়েম করেন এবং দাপটের সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। স্থানীয়দের আরও অভিযোগ, রিয়নের এই স্বঘোষিত ‘অফিস’ এখন মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে এবং রিয়ন নিজেও ইয়াবায় আসক্ত। শুধু সিটি কর্পোরেশনের সম্পত্তি দখলই নয়, রিয়নের অতীত এবং বর্তমান কর্মকাÐ নিয়েও রয়েছে চাঞ্চল্যকর সব অভিযোগ। একসময়ের ত্রাস, আজমেরী ওসমানের কথিত ‘টি বয়’ এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতার ছায়াসঙ্গী হিসেবে পরিচিত রিয়নের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, মাদক কারবার, কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ পুরনো। দেওভোগ এলাকার এক প্রবীণ বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “রিয়নের অত্যাচারে এলাকার মানুষ একসময় অতিষ্ঠ ছিল। ০৫ আগস্ট পট পরিবর্তনের পর কিছুদিন গা ঢাকা দিলেও সে আবার পুরনো রূপে ফিরেছে। এখন নতুন দলের নাম ভাঙিয়ে একই কাজ করছে। তার বিলাসবহুল জীবনযাপন (প্রায় তিন লাখ টাকা দামের মোটরসাইকেল ব্যবহার) দেখেও সন্দেহ হয়, কারণ তার দৃশ্যমান কোনো বৈধ আয় নেই।” জুলাই আন্দোলনের নাম ভাঙিয়ে সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সরকারি দপ্তরে টেন্ডারবাজি এবং বিভিন্ন অনিয়মের সাথে রিয়নের জড়িত থাকার গুরুতর অভিযোগও উঠেছে। এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির একজন সদস্য বলেন, “যারা প্রকৃত আন্দোলনকারী, তারা এমন দখলবাজি বা চাঁদাবাজির সাথে জড়িত থাকতে পারে না। রিয়নের মতো সুযোগসন্ধানীরা আন্দোলনের নাম ব্যবহার করে ফায়দা লুটতে চাইছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, তার সকল অপকর্মের সুষ্ঠু তদন্ত হোক এবং সিটি কর্পোরেশনের সম্পত্তি দখলমুক্ত করা হোক।” রিয়নের বড় ভাই রিয়াদ আহমেদের সা¤প্রতিক সময়ে পুলিশি কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে আটক হওয়ার ঘটনাটিও রিয়নের পারিবারিক ও রাজনৈতিক সংযোগ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এলাকাবাসীর অভিযোগ, রিয়নের পুরো পরিবারই ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং তার আরেক ভাই রাকিবও ছাত্র-জনতার উপর হামলায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। এমন একজন কলঙ্কিত ও বিতর্কিত ব্যক্তিকে জাতীয় নেতা আন্দালিব রহমান পার্থ কীভাবে তার দলের ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসীন করলেন, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও বিস্ময় দেখা দিয়েছে। তারা অবিলম্বে রিয়নের দখল থেকে পাবলিক টয়লেট উদ্ধার, তাকে দল থেকে বহিষ্কার এবং তার সকল অপকর্মের সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন। এসব অভিযোগের বিষয়ে জানতে শাফিয়ান আহমেদ রিয়নের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পূর্বে সিটি কর্পোরেশনের সম্পত্তি দখলের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
ই
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯