
ডান্ডিবার্তা রিপোর্ট
অবশেষে দীর্ঘ ৯ মাস পর ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবে হামলা. ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সদর থানায় নারায়ণগঞ্জ ক্লাবের সুপারভাইজার রঞ্জন কুমার রায় সুমন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ৪৬ জনের নাম উল্লেখ পূর্বক ১৯৬জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক ৩ এমপি, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক ৩ সভাপতির নাম রয়েছে। ১৩ মে রাতে মামলাটি দায়ের করা হয়। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ওইদিন রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ ক্লাবে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন, একেএম সেলিম ওসমান (৭০), একেএম শামিম ওসমান (৬৪), তানভীর আহমেদ টিটু (৫১), খবির আহমেদ (৭৮), আসিফ হাসান মাহমুদ মানু (৫৪), শাহ্ নিজাম (৫৬), ফয়েজউদ্দিন আহমেদ লাভলু (৬৫), মোঃ আরমান হোসেন জুয়েল (৬২), লিয়াকত হোসেন খোকা (৬২), আজমেরী ওসমান (৪৯), জাকিরুল আলম হেলাল (৫৮), মোঃ শাহদাৎ হোসেন ভূঁইয়া সাজনু (৫৫), চন্দন শীল (৬৩), জালাল উদ্দিন আহমেদ (৭২), খোকন সাহা (৫৭), মোঃ হাসান ফেরদৌস জুয়েল (৫৬), লিটন সাহা (৫৫), বিপ্লব সাহা রামু (৪৮), এস এম রানা (৪৬), ইমতিনান ওসমান অয়ন (৩৭), মোঃ সানাউল্লাহ (৬৩), এ এম মোস্তফা কামাল (৬৫), কামরুল হাসান মুন্না (৫২), এম মাসুদ-উর-রউফ (৬৯), মিজানুর রহমান মিজান (৬১), শংকর কুমার রায় (৬১), ফাইজুল ইসলাম (৫৫), মোহাম্মদ মহসিন মিয়া (৫২), মীর সোহেল (৫৫), এস এম ওয়াজেদ আলী খোকন (৬২), আবু হাসনাত শহীদ বাদল (৬৪), জসিমউদ্দিন (৫৬), আলহাজ্ব মোঃ আবুল হোসেন (৬৬), মোঃ জাহাঙ্গীর আলম (৫৮), মোঃ আদনান কবির (৩৮), কবির হোসেন (৫৫), মোঃ আঃ করিম বাবু ওরফে ডিশ বাবু (৫৩), মোঃ রিয়ন (২৮), মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি (৩৭), আব্দুল জাব্বার (৫৭), মইনুল হাসান বাপ্পি (৫১), এহসানুল হক নিপু (৪৮), অনুপ কুমার সাহা (৬২), আব্দুল কাদির (৬৬), দেবদাস সাহা (৬৩), সোহাগ রনি (৪০)। এছাড়া অজ্ঞাত ১৫০জনকে আসামী করা হয়। মামরায় উল্লেখ করা হয়, আসামীরা স্বৈরাচার শেখ হাসিনার সরকারের প্রভাব বিস্তার করে ক্লাবে পছন্দসই পরিচালনা পরিষদ গঠন করে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মাধ্যমে ঐতিহ্যবাহী ক্লাবের শত কোটি টাকা আত্মসাত করে ক্লাবটিকে শূন্য প্রতিষ্ঠানে পরিনত করে। গত ৫ আগষ্ট শেখ হাসিনা পালিয়ে গেলে আসামীরা ক্লাবে ঢুকে এলোপাথারি গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা ক্লাবের গোপন তথ্য ও আলামাত নষ্টের লক্ষ্যে ক্লাবে অগ্নিসংযোগ করে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯