আজ সোমবার | ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২০ জিলকদ ১৪৪৬ | বিকাল ৫:৪০

না’গঞ্জে পশুরহাট নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা!

ডান্ডিবার্তা | ১৯ মে, ২০২৫ | ৮:৩৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আগামী ৭ জুন পবিত্র ঈদুল আযহা হতে পারে বাংলাদেশে। মুসলমানদের জন্য দ্বিতীয় বড় উৎসব হচ্ছে এ ঈদুল আযহা। আর ঈদুল আযহা উপলক্ষে মহান আল্লাহপাক রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে প্রতিটি মুসলমান চেষ্টা করে থাকেন তাদের সাধ্যমত পশু কোরবানীর মাধ্যমে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এখনও পর্যন্ত কোন পশু হাটের ইজারা কিংবা টেন্ডার কোন কিছুই হয়নি। তবুও যেন পশু হাট দেয়ার জন্য পাগলপ্রায় অনেক বিএনপি নেতা। একপক্ষ আরেকপক্ষকে ঘায়েল করতে মাদক বিক্রেতা কিংবা গুরুতর আসামী বানাতেও দ্বিধাবোধ করছেনা অনেকে। তবে বিগত সময়গুলোতে আওয়ামীলীগের লোকজন ব্যতিত কোন দলের লোকজন নারায়ণগঞ্জের কোন পশু হাটের ইজারা নিতে পারেনি। তবে এবার সবক’টি পশু হাটেই বিএনপির নেতাকর্মীদের দখলে যেতে পারে এমনটাই আশংকা দেখা যাচ্ছে এবং পশু হাটের ইজারা নিয়ে সংঘর্ষের মত ঘটনাও ঘটতে পারে। নারায়ণগঞ্জ সদর উপজেলা অধীনস্থ প্রতিটি পশু হাট নিয়েই এরুপ সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা। বিগত আওয়ামীলীগের ১৭ বছরে বিএনপির মুষ্টিমেয় কিছু নেতা ছাড়া অন্য কোন নেতা পশু হাটের ইজারা পায়নি কিংবা নিতে সাহসও করেনি। ৫ আগষ্টের পটপরিবর্তনের পর অন্তবর্তী সরকারের অধীনে দেশ পরিচালিত হলেও পুরো দেশজুড়ে বিএনপির নেতাকর্মীরা যে সকল কার্যকলাপ করছেন তাতে মনে হচ্ছে বিএনপিই ক্ষমতাসীন দল। তারা প্রতিটি পাড়া-মহল্লায় এমন অনেক কাজ করেছে যা দেখে মানুষকে ভীত করে তুলেছে। ঈদুল আযহার আরও প্রায় ১৮ দিন বাকী থাকলেও কাশিপুরের পশু নিয়ে ইতিমধ্যে ফেসবুকে পোষ্টারও দেখা গিয়েছে। যা কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি/সাধারন সম্পাদক সেটা পরিচালনা করছেন আওয়ামীলীগের কিছু নেতাদের নিয়ে। আবার গোগনগর ইউনিয়নে ৯টি গরুর হাট বসানোর জন্য ডিসির বরাবর আবেদন করেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ খবরে এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। ছোট পরিসরের গোগনগর ইউনিয়নে এবার মোট ৯টি পশু হাটের আবেদন করা হয়েছে। যার কারনে এলাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কেননা তাদের ধারনা এত গুলো হাট যদি অনুমোদন হয় তাহলে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশংকা রয়েছে বলে মনে করেন এলাকাবাসী। আবার অনেকে এটাও বলছে যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে এত হাট বসানোর চিন্তা ও করেনি কেউ। কারন ছোট একটি ইউনিয়ন এত হাট অনুমোদন দেয়ার কারন ব‍্যাখ‍্যা করতে পারছেন না কেউ কেউ। এতে করে গরু নিয়ে টানাটানির কারনে বিএনপির মধ্যে মারামারি ও রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। ৩নং ওয়ার্ডেই ৪টি গরুর হাট বসানোর জন্য আবেদন করা হয়েছে। এছাড়াও ৪,৫,৮ ও ৯ নং ওয়ার্ডে হাট বসানোর জন্য আবেদন করা হয়েছে। ৯ টি হাট বসানোর আবেদন নিয়ে এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসক তদন্ত করে বিগত বছর গুলোতে যে যে স্থানে পশুর হাট বসেছিল সে স্থান গুলো ছাড়া যেন অন্য কোন জায়গায় পশুর হাট বসানোর  অনুমতি প্রদান না করেন সে দাবী জানিয়েছেন সচেতন গোগনগর ইউনিয়ন বাসী। ফতুল্লার পাগলা তালতলা, আলীগঞ্জের পশু হাট, সাইনবোর্ড এলাকায় রাজ্জাক বেপারীর হাট এবং নতুন ষ্টেডিয়াম সংলগ্ন পশু হাটটি নাকি সদ্য বহিস্কৃত বিএনপি নেতা রিয়াদ মো.চৌধুরী অনুগতরা নিবেন এমনটাই চাউর উঠেছে সর্বত্র। এছাড়াও ফতুল্লার ডিআইটি মাঠের হাটটিও নাকি রিয়াদ চৌধুরীর নিয়ন্ত্রনে রয়েছে। এভাবেই সদর উপজেলার প্রতিটি পশু হাটের দিকে দৃষ্টি রয়েছে লাগামহীন বিএনপির নেতাকর্মীদের। একপক্ষ হাট নিলে অন্যপক্ষ হাট পাবেনা এনিয়ে সদর উপজেলা থেকেই দ্বন্ধ শুরু হয়ে তা পশু হাট পর্যন্ত গিয়ে শেষ হতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে। বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, এবারের পশু হাট নিয়ে কি পরিমান সংঘর্ষ হতে পারে তা বলা মুশকিল। তবে পাড়া-মহল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনগুলো যেভাবে ইগ্রতা দেখাচ্ছে এবং টাকার মোহে পড়ে যে সকল অপরাধগুলো করছে তা বলাবাহুল্য। পশুহাট মানেই কাচাঁ টাকা আর এ কাচাঁ টাকার লোভ সামাল দেয়াটা কারোর পক্ষেই সম্ভব নয়। তবে দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন আতংক বাড়ছে সদর উপজেলাধীন পশুহাট বসানো প্রতিটি এলাকাবাসীর মাঝে। স্থানীয়দের দাবী, কোন প্রকার হাঙ্গামা কিংবা রক্তক্ষয়ী সংঘর্ষ বিহীন যেন প্রতিটি পশুহাট শেষ করা হয় সে জন্য জেলা ও উপজেলা প্রশাসন এবং জেলা পুলিশের হস্তক্ষেপ কামনা করছেন।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা