আজ শুক্রবার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৪ আশ্বিন ১৪৩২ | ২৬ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ২:১৮

সিদ্ধিরগঞ্জে নকল সিগারেট জব্দ এক জনের কারাদÐ

ডান্ডিবার্তা | ২০ মে, ২০২৫ | ৭:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে রয়েল টোব্যাকো নামক একটি কোম্পানিতে অভিযান চালিয়ে ১লাখ ৪০ হাজার শলাকা অবৈধ সিগারেট ও প্রায় ২১ লাখ টাকা মূল্যের রিউজড স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এসময় উক্ত প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানার পাশাপাশি কোম্পানির ভ্যাট অফিসারকে ১৪ দিনের কারাদÐ দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকাল হতে দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত কারখানাটি এ অভিযান চলে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-১১ এ অভিযান পরিচালনা করেছেন। এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, রয়েল টোব্যাকো সবশেষ ২০২১ সাল থেকে চালু হবার পর থেকে দৈনিক প্রায় ৬ লক্ষ টাকা করে মাসিক প্রায় ২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। তারা মূলত ৫০শতাংশ আসল স্ট্যাম্প এবং বাকি ৫০শতাংশ রিইউজড স্ট্যাম্প দিয়ে সিগারেট বিক্রি করে আসছিল। অভিযানকালে আমরা সিগারেট, বিপুল পরিমাণে রি-ইউজড স্ট্যাম্প এবং নকল স্ট্যাম্প উদ্ধার ও সিলগালা করি। এর পাশাপাশি আমরা ওই ফ্যাক্টরিকে জরিমানা করেছি এবং একজনকে কারাদÐ ও দিয়েছি। অভিযানকালে আরও উপস্থিত ছিল র‌্যাব-১১সিনিয়র এএসপি মো. গোলাম মোর্শেদ, ডেপুটি কমিশনার অফ কাস্টমস, সহকারী পরিচালক (ভোক্তা অধিকার) এবং পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা। উল্লেখ্য, এরআগে ২০২৩ সালে এ ফ্যাক্টরিতে অভিযান পরিচালিত হয় এবং একই অভিযোগে সিলগালা করা হয়। পরবর্তীতে সিলগালার ৭দিন যোতেই এটি পুনরায় চালু করা হয়েছিল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা