
ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে রয়েল টোব্যাকো নামক একটি কোম্পানিতে অভিযান চালিয়ে ১লাখ ৪০ হাজার শলাকা অবৈধ সিগারেট ও প্রায় ২১ লাখ টাকা মূল্যের রিউজড স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এসময় উক্ত প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানার পাশাপাশি কোম্পানির ভ্যাট অফিসারকে ১৪ দিনের কারাদÐ দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকাল হতে দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত কারখানাটি এ অভিযান চলে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে র্যাব-১১ এ অভিযান পরিচালনা করেছেন। এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, রয়েল টোব্যাকো সবশেষ ২০২১ সাল থেকে চালু হবার পর থেকে দৈনিক প্রায় ৬ লক্ষ টাকা করে মাসিক প্রায় ২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। তারা মূলত ৫০শতাংশ আসল স্ট্যাম্প এবং বাকি ৫০শতাংশ রিইউজড স্ট্যাম্প দিয়ে সিগারেট বিক্রি করে আসছিল। অভিযানকালে আমরা সিগারেট, বিপুল পরিমাণে রি-ইউজড স্ট্যাম্প এবং নকল স্ট্যাম্প উদ্ধার ও সিলগালা করি। এর পাশাপাশি আমরা ওই ফ্যাক্টরিকে জরিমানা করেছি এবং একজনকে কারাদÐ ও দিয়েছি। অভিযানকালে আরও উপস্থিত ছিল র্যাব-১১সিনিয়র এএসপি মো. গোলাম মোর্শেদ, ডেপুটি কমিশনার অফ কাস্টমস, সহকারী পরিচালক (ভোক্তা অধিকার) এবং পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা। উল্লেখ্য, এরআগে ২০২৩ সালে এ ফ্যাক্টরিতে অভিযান পরিচালিত হয় এবং একই অভিযোগে সিলগালা করা হয়। পরবর্তীতে সিলগালার ৭দিন যোতেই এটি পুনরায় চালু করা হয়েছিল।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯