
ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁয়ে মেঘনা নদীতে নৌযান থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা ও কালবেলার এক সাংবাদিকসহ ১১ জনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। গতকাল বুধবার দুপুর ১টার দিকে মেঘনা নদীর বিভিন্ন চৌকি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নৌ পুলিশের কর্মকর্তারা জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে মাছ ধরার নৌকা, বালুবাহী ট্রলার ও অন্যান্য নৌযানকে জিম্মি করে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৌ পুলিশ তাদের হাতেনাতে আটক করে। আটককৃতদের মধ্যে দুই জনের পরিচয় বিশেষভাবে আলোচিত, মো. রুবেল: পেশায় সাংবাদিক। তিনি সোনারগাঁ প্রতিনিধি হিসেবে দৈনিক কালবেলা পত্রিকায় কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদাবাজ চক্রের কার্যক্রমের সঙ্গে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। মো. সোহাগ: সোনারগাঁ উপজেলার বৈদ্দারবাজার ইউনিয়নের ছাত্রদল নেতা। তিনি উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নানের ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত কর্মী হিসেবে এলাকায় পরিচিত। নদীপথে চাঁদাবাজি কার্যক্রমে তার নেতৃত্বের কথাও স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। আটককৃতরা হলো : মো. আল আমিন (৪০), পিতা- মৃত মজহার উদ্দিন, সাং- কাদরারগাঁও, ৭নং ওয়ার্ড, সোনারগাঁ। মো. হোসেন মিয়া (৩২), পিতা- মৃত জলিল উদ্দিন, সাং- হাজিয়া বৈদ্দ্যপাড়া, ৩নং ওয়ার্ড। মো. আরিফ (৩৮), পিতা- আকেল আলী, সাং- জাজিরা, ৯নং ওয়ার্ড। মো. হাসান বশির (৪৫), পিতা- মৃত আব্দুল হক মোল্লা, সাং- ফতেপুরচর, ৯নং ওয়ার্ড। মো. করিম মিয়া (৩২), পিতা- মৃত সোহরাব আলী, সাং- ফিরোজপুর, ৪নং ওয়ার্ড। মো. একরাম মিয়া (৩২), পিতা- মৃত সোহরাব আলী, সাং- ফিরোজপুর, ৪নং ওয়ার্ড। মো. তাজুল ইসলাম (৪০), পিতা- মৃত হযরত আলী বেপারী, সাং- জাজিরা, ৯নং ওয়ার্ড। মো. জালাল হোসেন (৩৫), পিতা- বদরুল হক বেপারী, সাং- হাজিয়া বৈদ্দ্যপাড়া, ৩নং ওয়ার্ড। মো. তোকাইদার হোসেন (৮২), পিতা- মৃত শাহ জাহান, সাং- জাজিরা, ৯নং ওয়ার্ড। মো. দুলাল (৪৫), পিতা- মৃত হাজী ফজলুল হক, সাং- কাদরারগাঁও, ৯নং ওয়ার্ড। মো. মাহাবুব আলম (৩০), পিতা- মৃত দেলোয়ার হোসেন, সাং- সাতগাঁও ইউপি (পি আড়া), বুড়িচং, কুমিল্লা। নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় চাঁদাবাজি ও নৌপথে সন্ত্রাসের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। স্থানীয় জেলে ও নৌযান মালিকরা নৌ পুলিশের এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন। তাদের দাবি, চাঁদাবাজদের দৌরাত্ম্যে নদীপথে নৌচলাচল ও মাছ ধরা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। নৌ পুলিশের এক কর্মকর্তা বলেন, মেঘনা নদীসহ দেশের সকল নদীপথে চাঁদাবাজি ও নৌপথের সন্ত্রাস দমনে আমাদের অভিযান চলমান থাকবে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯