
ডান্ডিবার্তা রিপোর্ট
কয়লা ধুইলে ময়লা যায় না এমনটা আবার প্রমাণ করলেন সেই রাহিমা আক্তার লিজা। একজন কিশোরী গৃহপরিচারিকার চুরির অভিযোগ তুলে চুল কাটাসহ নগ্ন নির্যাতনের ঘটনায় ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এমন ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর ফের ভয়ভীতি এবং নানা হুমকি দিয়ে দিয়ে গৃহপরিচারিকা ও তার পরিবারকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন অভিযুক্ত নারী ও তার সহযোগিরা। নির্যাতনের শিকার ভূক্তভোগী কিশোরী বলেন, তার মা ভুইগড় রুপায়ন টাউনে ক্লিনারের কাজ করে। সেখানকার লিজা আক্তার নামের এক নারীর ফ্ল্যাটে মাসিক পাঁচ হাজার টাকা বেতনে গৃহপরিচারিকার কাজ নেয় সে। গত মঙ্গলবার রাতে একটি সোনার চেইন ও এক জোড়া কানের দুল চুরির অপবাদ দিয়ে প্রথমে ইলেকট্রিক শক পরে চোখে মরিচের গুঁড়া দিয়ে শারীরিক নির্যাতন করেন লিজা আক্তার। পরে মাথার চুল কেটে দেন লিজা। কিশোরী আরও জানান, সন্ধ্যায় খাজিদার শারীরিক অবস্থা খারাপ দেখে পরিবারের লোকজন ডেকে তাদের কাছে তুলে দেয়ার পর বিষয়টি বৃহস্পতিবার এলাকার কয়েকজনে শুনে তাদের থানায় পাঠায়। থানায় অভিযোগ করেছি। এ বিষয়ে সেই অভিযুক্ত রাহিমা লিজা আক্তার বলেন, “স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করেছি। এখন তাদের আর কোনো অভিযোগ নেই। তারা গ্রামের বাড়ি চলে গেছে।” ঘটনার সম্পর্কে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, একটি অভিযোগ পেয়েছি। একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য এই রাহিমা আক্তার লিজা নগরীর পাইকপাড়া এলাকায় জলিল মিয়ার সাথে বিয়ে করার পর দুই কন্যা সন্তানের মা হয়েও নানা কেলেংকারীর জন্ম দিয়ে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ভিন্ন কক্ষে আটক করে যুবককে নিয়ে নগ্ন কর্মকাÐ চালিয়ে ধরা পরে এলাকাবাসী হাতে। এরপর নগ্ন অবস্থায় ধরা পরে স্বামীর বাড়িতে যুবকসহ আটকের পর দীর্ঘদিন কারাভোগ করে বিগত সময়ের একজন জেলা প্রশাসককে ম্যানেজ করে জামিনে মুক্তি পেয়ে নগ্নতা চরমভাবে ব্যবসা হিসেবে বেছে নিয়ে নারায়ণগঞ্জ জেলার সাবেক এসপি নাজমুলের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে ব্যাপক সমালোচনার ঝড় তুলে। সেই রাহিমা আক্তার লিজা ফের নিজেকে মানবাধিকার নেত্রী পরিচয় দিয়ে আড়াইহাজারের একজন বিশেষ পেশার ব্যক্তিকে অলিখিত বিয়ে করে নগরীর সর্বত্র বিতর্কের ঝড় তুলেন এই রাহিমা আক্তার লিজা। তার বিরুদ্ধে রূপায়ণ টাউনে নগ্ন ব্যবসার অভিযোগও রয়েছে জোড়ালোভাবে। এতো অভিযোগের পরও বিশেষ পেশার কয়েকজন শীর্ষ কর্তা লিজার এই মধুকুঞ্জের নিয়মিত যাতায়াত থাকায় কেউ মুখ খোলার সাহস করতো না। একই সাথে বিগত আওয়ামী লীগের শাসনামলে শামীম ওসমানের বিয়াই ফয়েজ উদ্দিন লাভলুর শেল্টারে নগরীতে নানা অপকর্মে লিপ্ত ছিলো লিজা। আর বর্তমানে বিএনপির নারায়ণগঞ্জ মহানগরীর একজন নেতা এই রাহিমা আক্তার লিজাকে শেল্টার দিচ্ছে বলেও গুঞ্জন রয়েছে। আর এই কারণে বিশেষ পেশার কয়েকজন ও কয়েকজন রাজনৈতিক নেতার শেল্টারে গৃহপরিচারিকা নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে সক্ষম হয়ে ধূর্ত এই লিজা।
ই
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯