
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ ক্লাবে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলার আসামিরা দীর্ঘ ৮ মাসেও গ্রেফতার হয়নি। এখনো তারা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুযোগকে ব্যবহার করে নারায়ণগঞ্জ ক্লাবে চালানো হয় পরিকল্পিত হামলা ও অগ্নি সংযোগ। রাতের অন্ধকারে শহরের কেন্দ্রস্থলে ঘটে যায় নজিরবিহীন অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট। নারায়ণগঞ্জের অভিজাত ক্লাবটি পরিণত হয় ধ্বংস স্তূপে। অথচ এই ঘটনার পর পুরো ৮ মাস প্রশাসনের ভ’মিকা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন! অবশেষে ১৬ মে ক্লাবের সুপারভাইজার রঞ্জন কুমার সুমন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় ৪৬ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়। মামলা করার দেড় মাস কেটে গেছে, এখন পর্যন্ত একজন আসামিও গ্রেফতার হয়নি! বরং শহরের রাস্তায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে মামলার আসামিরা। সূত্র মতে, পুলিশের কিছু অসাধু কর্মকর্তা টাকা-পয়সা ও প্রভাবের কারণে আসামিদের ‘রক্ষা কবচে’ পরিণত হয়েছেন। নারায়ণগঞ্জবাসি এখন জানতে চান এটা কি পুলিশের অযোগ্যতা, নাকি ইচ্ছাকৃত মদদ? একটি স্পষ্ট ও জনসম্মুখে সংঘটিত ঘটনায় এত দীর্ঘ সময়েও কোনো আসামির গ্রেফতার না হওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রশাসনের এই রহস্যজনক নীরবতা কি তবে অপরাধীদের সঙ্গে গোপন আতাঁতের প্রমাণ? পুলিশের পিঠে বসেই কি এখন দুর্বৃত্তরা নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছে? নারায়ণগঞ্জ ক্লাবের সম্মানিত সদস্য ও সাধারণ জনগণ এখন ক্ষুব্ধ ও হতাশ। তারা জানতে চান, ক্লাব পুড়ল, সম্পদ লুট হলো, মামলা হলো, তারপর? এই বিচারহীনতা কি আমাদের ভবিষ্যতের জন্য এক অন্ধকার বার্তা দিচ্ছে না? যদি অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নেওয়া হয়, তবে এই দায় শুধু পুলিশের নয় পুরো প্রশাসনের ঘাড়েই বর্তাবে। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সুযোগকে কাজে লাগিয়ে গত বছর ৫ আগস্ট রাতে নারায়ণগঞ্জ ক্লাবে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় অবশেষে ৮মাস পর মামলা দায়ের হয়েছে। প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবী করে এ মামলা দায়ের করা হয়। ক্লাবের পক্ষ থেকে, ক্লাব সুপারভাইজার রঞ্জন কুমার রায় সুমন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৪৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন একেএম সেলিম ওসমান, একেএম শামিম ওসমান, তানভীর আহমেদ টিটু, খবির আহমেদ, আসিফ হাসান মাহমুদ মানু, শাহ্ নিজাম, ফয়েজউদ্দিন আহমেদ লাভলু, মোঃ আরমান হোসেন জুয়েল, লিয়াকত হোসেন খোকা, আজমেরী ওসমান, জাকিরুল আলম হেলাল, মোঃ শাহদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, চন্দন শীল, জালাল উদ্দিন আহমেদ, খোকন সাহা, মোঃ হাসান ফেরদৌস জুয়েল, লিটন সাহা, বিপ্লব সাহা রামু, এস এম রানা, ইমতিনান ওসমান অয়ন, মোঃ সানাউল্লাহ, এ এম মোস্তফা কামাল, কামরুল হাসান মুন্না, এম মাসুদ-উর-রউফ, মিজানুর রহমান মিজান, শংকর কুমার রায়, ফাইজুল ইসলাম, মোহাম্মদ মহসিন মিয়া, মীর সোহেল, এস এম ওয়াজেদ আলী খোকন, আবু হাসনাত শহীদ বাদল, জসিমউদ্দিন, আলহাজ্ব মোঃ আবুল হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আদনান কবির, কবির হোসেন, মোঃ আঃ করিম বাবু ওরফে ডিশ বাবু, মোঃ রিয়ন, মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, আব্দুল জাব্বার, মইনুল হাসান বাপ্পি, এহসানুল হক নিপু (৪৮), অনুপ কুমার সাহা, আব্দুল কাদির, দেবদাস সাহা, সোহাগ রনিসহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জন।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯