
ডান্ডিবার্তা রিপোর্ট
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম যেন স্থবির হয়ে পড়েছে। কারণ জেলা বিএনপির শীর্ষ পদধারীর মধ্যে অগ্রভাগেই নারায়ণগঞ্জের বিভিন্ন আসনে মনোনয়ন প্রত্যাশী। যেটা জেলা বিএনপির কমিটির নেতৃত্বে আশিয়ান হওয়ার পূর্বে ছিল না। বর্তমানে জেলা বিএনপির নেতৃত্বে থাকা নেতারা দলীয় কার্যক্রম পালনের নামে আসন্ন নির্বাচনে প্রার্থীতার বিষয়টি স্পষ্ট করছেন। এছাড়া জেলা বিএনপির সাংগঠনিক ব্যাপক পরিবর্তনের বিষয়গুলো মোটা দাগে থাকলেও সেগুলো নিয়ে তাদের মাথা ব্যাথা নেই। দলীয় সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির নব কমিটিকে ঘিরে ছিল নানা প্রত্যাশা এবং জেলায় বিএনপির রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে একটি শক্তিশালী সংগঠনের রূপ দেখার প্রত্যাশায় ছিল তৃণমূল বিএনপি। তবে সেই প্রত্যাশা এবং পরিবর্তনকে প্রধান্য না দিয়ে জেলা বিএনপিতে সাইনিং পাওয়ারে থাকা নেতারা ব্যক্তিগত রাজনীতিকে পাকাপোক্ত করতে ব্যস্ত সময় পার করছেন যার মধ্যে তাদের নির্বাচন কেন্দ্রীক রাজনীতি অন্যতম। যার কারণে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। এছাড়া জেলা বিএনপিতে নব কমিটির অবদান বলতে আহŸায়ক পূর্ণ কমিটি গঠন করতে পেরেছেন। তবে জেলার প্রতিটি ইউনিটকে ঢেলে সাঁজানোর জন্য তৃণমূলের তীব্র প্রত্যাশা থাকলে সেই প্রত্যাশা নিয়ে ভাবছে না জেলা বিএনপির নব কমিটি। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান কমিটি গ্রæপিং রাজনীতির ঊর্ধ্বে থেকে দলীয় কার্যক্রম পালন করার লক্ষ্যে একটি কৌশলী কমিটির মাধ্যমে কেন্দ্র নেতা নির্বাচিত করলেও পর্দার অর্ন্তরালে ফের নারায়ণগঞ্জ জেলা বিএনপির গ্রæপিংয়ের রাজনীতি গোপনীয় ভাবে পরিচালিত হচ্ছে। সূত্র মতে, নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে দীর্ঘদিন ধরেই সাংগঠনিক গতিশীল রাজনীতির প্রত্যাশায় তৃণমূল বিএনপি। তবে তাদের প্রত্যাশা থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন জেলার নেতারা। কেননা সাংগঠনিক কার্যক্রম পালনে বণিবনা বলয় ভিত্তিক গ্রæপিং রাজনীতির সাথে ফের মিশে যাচ্ছে জেলা বিএনপির বর্তমান দায়িত্বপ্রাপ্ত নেতারা। সূত্র বলছে, গত ২ ফেব্রæয়ারি অধ্যাপক মামুন মাহমুদকে আহŸায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ১নং যুগ্ম আহŸায়ক, যুগ্ম আহŸায়ক হিসেবে মাসুকুল ইসলাম রাজিব, শরীফ আহম্মেদ টুটুল এবং মুহাম্মদ গিয়াস উদ্দিনকে সদস্য করে জেলা বিএনপির আহŸায়ক কমিটির অনুমোদন দেন। পরবর্তীতে গত ২৫ মার্চ নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহŸায়ক কমিটি গঠিত। এছাড়া জেলা বিএনপির কমিটিতে মামুন মাহমুদকে আহŸায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ১নং যুগ্ম আহŸায়ক, যুগ্ম আহŸায়ক হিসেবে মাসুকুল ইসলাম রাজিবকে সাইনিং পাওয়ার দেন কেন্দ্র। তবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির ৩৩ জনের মধ্যে অধিকাংশ নেতাই থানা উপজেলার নেতৃত্বে রয়েছেন। এছাড়া পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরই অভিযোগ করতে থাকেন জেলা তৃণমূলের নেতারা বলয় ভিত্তিক গ্রæপিংয়ের রাজনীতিকে প্রধান্য দেওয়া হয়েছে কেননা থানা পদধারী অনেক নেতাই জেলার পূর্ণ কমিটিতে জায়গা করে দিয়েছেন। এদিকে পদবঞ্চিত অনেক নেতা এবং বলয় ভিত্তিক রাজনীতির প্রভাবে নেতা সমর্থকদেরও ঠাঁই দেয়া হয়নি। যার ফলে জেলা বিএনপি কমিটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। পরবর্তীতে জেলা বিএনপির বিভিন্ন সভা সমাবেশ কর্মসূচিতে গ্রæপিং রাজনীতির প্রভাব লক্ষ্য করা যায়। তবে এরমধ্য জেলা বিএনপির পূর্ণ কমিটির পর এর পরবর্তী স্টেজ হিসেবে থানা উপজেলার কমিটি গঠনের জোড়ালো দাবি উঠলেও থানা উপজেলার কমিটি গঠনে কোন প্রকার কার্যক্রম গ্রহণ করছে না। তবে থানা উপজেলার কমিটি পরিবর্তন বা বিলুপ্ত করা হবে এমন ভাবে আশ্বস্ত করেন জেলা বিএনপি। কিন্তু এমন আশ্বস্তের পর এখনো সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরাতে পারেনি। এরমধ্যে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির বাহিরে নিজেদের ব্যক্তিগত রাজনীতি পাকাপোক্ত করার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। নির্বাচনী রাজনীতিতে ব্যস্ত থাকায় জেলার দায়িত্বপ্রাপ্ত এবং সাইনিং পাওয়ারে থাকা জেলা বিএনপির কমিটিতে আহŸায়ক থাকা মামুন মাহমুদ, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ১নং যুগ্ম আহŸায়ক, যুগ্ম আহŸায়ক হিসেবে মাসুকুল ইসলাম রাজিব যেন সংগঠনের কথা ভুলেই গেছেন। কারণ প্রত্যেকেই যার যার নির্বাচন আসনে মাঠ র্পর্যায়ের দলীয় প্রোগ্রাম পালনের ব্যস্ত সময় পার করছেন। এরমধ্যে মাসুকুল ইসলাম রাজিব পূর্বে জাতীয় নির্বাচন প্রার্থী হবার কথা স্পষ্ট না করলেও তার পক্ষে এখন নারায়ণগঞ্জ-৪,৫ দুটি আসনেই প্রচার করতে দেখা যাচ্ছে। সেই সাথে রাজীবও এই দুটি আসনের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে দলীয় কার্যক্রম পরিচালানা করছেন। এদিকে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের আলোচিত প্রার্থী হিসেবে মামুন মাহমুদ এবং রূপগঞ্জ আসনে মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া নিজেদের নির্বাচনী কার্যক্রমের একটি অংশ হিসেবে দলীয় বিভিন্ন সভা সমাবেশ কর্মসূচিতে অংশ নিচ্ছে। এদিকে তাদের ঘাড়ে যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আওতাধীন উপজেলা এবং থানা মেয়াদত্তীর্ণ কমিটি বিলুপ্ত শেষে পুর্নগঠন করার তৃণমূল পর্যায় থেকে ব্যাপক দাবি রয়েছে। জেলা বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক মেরামতের একটি অংশ হচ্ছে থানা উপজেলার কমিটি পুর্নগঠন। কিন্তু জেলা বিএনপির সাইনিং পাওয়ারে থাকা নেতাদের প্রত্যেকেই জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ায় এখনই তারা থানা উপজেলার কমিটি নিয়ে নাড়াচাড়া করতে চাচ্ছে না। কেননা থানা উপজেলার কমিটিতে হাতে দেয়াই মানে তাদের নির্বাচনে প্রস্তুতিতে গুরুতর ক্ষতি সাধন হয়ে যাওয়া। যার জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে তাদের মন নেই। কচ্ছপগতিতে চলছে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯