আজ মঙ্গলবার | ১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ৫ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৪:৪৪

নাসিক ৬নং ওয়াডে বিএনপির সদস্য পদ পেলেন আ’লীগের কর্মীরা

ডান্ডিবার্তা | ০১ জুলাই, ২০২৫ | ১১:০১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নাসিক ৬নং ওয়ার্ডে নিজের লোকবল ভারী করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে বেড়াচ্ছেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের নেতা ও কাউন্সিলর মতির ঘনিষ্ঠ সহযোগী এসএম আসলাম মন্ডল। গতকাল সোমবার বিকেলে সিদ্ধিগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক এমপি গিয়াউদ্দিন।পরে তিনি বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য গ্রহণ কার্ড তুলে দেন নেতাকর্মীদের হাতে। এসময় সদস্য কার্ড নেয়া ব্যক্তিদের নাম মাইকে সঞ্চালনা করেন এসএম আসলাম মন্ডল ও নিজ হাতে কার্ড প্রদান করেন সাবেক এমপি গিয়াস উদ্দিন। সাবেক এমপির হাত থেকে বিএনপির সদস্য পদ কার্ড গ্রহণ করা ব্যক্তিদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী বলে এসময় সাংবাদিকদের জানান এলাকাবাসী। তারা জানান, আসলাম মন্ডলের খায়েস তিনি এলাকায় কাউন্সিলর নির্বাচন করে জনপ্রতিনিধি হবেন এজন্য তার লোকবল দরকার কিন্তু ৬নং ওয়ার্ডের ৭০/৮০ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। যাদের সকলেই মতি, সিরাজ মন্ডল, আশরাফ ও পানি আকতারের সাথে রাজনীতি করে। আসলাম মন্ডল তার লোকবল বৃদ্ধির জন্য জেলে থাকা মতি ও পলাতক আশরাফের নির্দেশে আওয়ামী লীগের লোকজনকে দলে বেড়াচ্ছেন। ইতোমধ্যে আশরাফের সকল লোককে তিনি দলে সেট করেছেন। ৬নং ওয়ার্ডে গিয়াস উদ্দিনের হাত থেকে বিএনপির সদস্য পদ গ্রহণ করা মকবুল হোসেন বাবু, হাবিবুর রহমান মন্ডল, মোক্তার হোসেন, সালাউদ্দিন তারা সকলেই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে পরিচিত। শামীম ওসমানের মিছিল মিটিংয়ে মতি, সিরাজ ও আশরাফের নেতৃত্বে তাদের প্রত্যেককে দেখা যেতো যার অসংখ্য প্রমাণ রয়েছে। নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা জানান, গত বছরের ৫ আগস্টের পর ডিপো দখল ও আওয়ামী লীগ নেতাদের অফিস দোকানপাট দখল থেকে শুরু করে নিজেকে চাঁদাবাজে পরিনত করেছেন আসলাম মন্ডল। তার ভাই রিপনের বিরুদ্ধে রয়েছে মাদক সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ। তিনি বিএনপি নেতা ইরফান ভূঁইয়া কে আওয়ামী লীগের দোসর বলেন অথচ তিনি নিজেই মতি সিরাজ আশরাফের নেতৃত্বে থাকা আওয়ামী লীগের লোকজনকে দলে ঢুকিয়ে দলের ক্ষতি করছেন।এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহŸায়ক আমিনুল হক বলেছেন, ‘আওয়ামী লীগের কারো সঙ্গে ছবি থাকলে বিএনপির সদস্যপদ নবায়ন করা হবে না। গত ১৮ জুন দুপুরে উত্তরায় বিএনপির সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির ঢাকা মহানগর উত্তরের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান। কিন্তু আসলাম মন্ডলের কাউন্সিলর হওয়ার খায়েশে আওয়ামী লীগ নেতা কর্মীদের দলে বেড়ানো বন্ধে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও দলের নেতৃবৃন্দের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা