
ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে বিবস্ত্র করে মারধরের ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসী ডন বজলুকে গ্রেফতারের দাবিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। গতকাল সোমবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাস স্ট্যান্ড এলাকায় নেতা কমর্ীীরা রাস্তায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাজার হাজার গাড়ি আটকা পড়ে। দেড় ঘন্টা অবরোধ স্থায়ী হওয়ার পর বন্দর থানার ওসির নির্দেশে ধামগড় ফাঁসির ইনচার্জ জাকির হোসেন ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসী ডন বজলুকে গ্রেফতারের আশ্বাস দিলে নেতাকর্মীরা সড়ক থেকে অবরোধ তুলে নেয়। মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম সেন্টুর নেতৃত্বে মদনপুর বাস স্ট্রান্ডে প্রশমে ২৭ থেকে ১৯ নং ওয়ার্ড ও বন্দরে ৫টি ইউনিয়নের নেতাকর্মীরা মানববন্ধর করে। পরে তারা বজলুর গ্রেফতারের দাবিতে মহা সড়ক অবরোধ করে। গত রোববার দুপুরে বন্দরের হরীপুরে ঠিকাদারী কাজ থেকে চাঁদার দাবিতে সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে সন্ত্রাসী ডন বজলু ও তার বাহিনী তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর ও বিবস্ত্র করে ফেলে। এ ঘটনায় গত রোববার রাতেই আতাউর রহমান মুকুলের সাথে মারধরের শিকার মোস্তাকুর রহমান বাদী হয়ে সোনারগাঁও বিএনপি কথিত নেতা ও শীর্ষ সন্ত্রাসী ডান বজলুসহ ৪৩ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। মামলার এজাহারভূক্ত আসামীরা হলো নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কুতুবপুর এলাকার মৃত মতিউর রহমান মিয়ার বজলুর রহমান ওরফে ডন বজলু (৫৫) একই এলাকার মৃত আলী মিয়ার ছেলে রাসেল(৪৪) আলী আক্কাস মিয়ার ছেলে কামাল ওরফে কেরা কামাল (৪৪) ফজলুর রহমানের ছেলে গোলজার (৪৮) কাশেম মিয়ার ছেলে নাদিম (৩৮) মৃত আবুল বাশারের ছেলে আব্দুল করিম নোমান (৩৫) মৃত আক্তার হোসেনের ছেলে আকাশ (২৫) মৃত সিরাজ উদ্দিন মিয়ার ২ ছেলে সেলিম (৪৫) ও শামীম (৪২) মৃত মগবুল হোসেনের ছেলে শাহাজালাল (৪০) মৃত ছালিম উদ্দিন মিয়ার ছেলে হযরত আলী (৫৬) রফিক মিয়ার ছেলে রাজ মিয়া (৫৫) সাদেক আলী ছেলে সাইদুর ওরফে সাইফুল (৪৪) মৃত লতিফ মিয়ার ছেলে হানিফ (৪২) ফজলুর রহমানের ছেলে আক্তার (৪৫) মিছির আলী ছেলে ইসমাঈল (৫৮) বশির উদ্দিন মিয়ার ছেলে খালেক (৫৮) ও একই এলাকার আলী আক্কাস (৩৬)সহ অজ্ঞাত নামা ২০/২৫ জন।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯