
ডান্ডিবার্তা রিপোর্ট
শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে অবস্থানরত শহর ও বন্দরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ‘কদমরসুল সেতু’ বিদ্যমান নকশা অনুযায়ী দ্রæত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ‘শীতলক্ষ্যা সেতু বাস্তবায়ন নাগরিক আন্দোলন’ ব্যানারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, একটিমাত্র সেতুর অভাবে যুগের পর যুগ ধরে বন্দরবাসী ঝড়বৃষ্টি ও নানা প্রতিক‚লতার মধ্যেও নাগরিক সেবা পেতে নদী পারাপারে বাধাগ্রস্ত হচ্ছেন। স্বাধীনতার ৫৪ বছর পরেও সদর ও বন্দর সংযোগের জন্য সেতুটি বাস্তবায়িত হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। স¤প্রতি ৫ নম্বর ঘাট এলাকা দিয়ে একটি সেতু নির্মাণের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিন্তু কতিপয় ব্যক্তি শহরের যানজটের ভুয়া অজুহাত দেখিয়ে প্রকল্পটির বিরোধিতা করছেন, যা জনগণের কল্যাণে বড় বাধা। নেতৃবৃন্দ অভিযোগ করেন, সেতুর কাজ বন্ধ করে বন্দরবাসীকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রাখা হচ্ছে। যানজটের মতো সমাধানযোগ্য সমস্যাকে অজুহাত দেখিয়ে ৫ নম্বর ঘাট দিয়ে নির্মাণাধীন কদমরসুল সেতুর কাজ বন্ধ করার চেষ্টাকে জনস্বার্থ বিরোধী পদক্ষেপ হিসেবে দেখছেন তারা। লক্ষাধিক মানুষের যাতায়াত ও জীবনমান উন্নয়নের জন্য বিদ্যমান নকশা অনুযায়ী দ্রæত সেতুর কাজ বাস্তবায়নের দাবি জানান তারা। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘কদমরসুল সেতুর টেন্ডার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে জমি সংক্রান্ত কিছু জটিলতার কারণে কাজ শুরু করা যায়নি। আমরা আশা করছি দ্রæত এই জটিলতা নিরসন করে বিদ্যমান নকশা অনুযায়ী সেতুর নির্মাণ কাজ শুরু করা যাবে।’ স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন এস এম আব্দুস সালাম, আবুল কালাম আহমদ, মো. মাঈন উদ্দিন মানিক, অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শিপলু, ডা. ফারুক হোসেন, কাজী সুজন, হাজী শাকিল, মো. আলমগীর, অ্যাডভোকেট আসিফুজ্জামান ও এমকে মামুন প্রমুখ।
ই
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯