
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে শান্তি কমিটির সহযোগী থেকে মুক্তিযোদ্ধা বনে যাওয়া তিন ভূয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে বিচারদাবী করেছে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও স্থানীয় এলাকাবাসী। এছাড়াও এই তিন ভূয়া মুক্তিযোদ্ধা সোনারগাঁওয়ে ১৭ বছরে ১০ বারের অধিক অভিযোগ বানিজ্য করে কোটি টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। তিন ভূয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে তদন্ত পূর্বক বিচারের দাবিসহ অনিয়ম ও দুর্নীতি করে হাতিয়ে নেয়া কোটি টাকা উদ্ধারের দাবী জানায় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও স্থানীয় এলাকাবাসী। এছাড়াও, ভূক্তভোগী মুক্তিযোদ্ধারা ও এলাকাবাসী আরো জানায়, সোনারগাঁও উপজেলার ভবনাথপুর গ্রামের মৃত ছালাম এর ছেলে আলতাফ হোসেন মেম্বার ও তার দুই সহযোগী দামোদরদী গ্রামের মৃত এম. এ জাহের সরকারের ছেলে মো.আইয়ুব হোসেন সরকার এবং কান্দারগাঁও গ্রামের মৃত আককাছ আলীর ছেলে মোঃ মুজাফ্ফর আলী তিন জনই ভূয়া মুক্তিযোদ্ধা। তাদের অনিয়ম ও দুর্নীতি এতটাই বেশি যে জামুকার পাশাপাশি দুদুকের মাধ্যমে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। শান্তি কমিটির সহযোগী থেকে মুক্তিযোদ্ধা বনে যাওয়া আলতাফ হোসেন মেম্বার, আইয়ুব আলী ও মোজাফফর হোসেনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় ও জামুকার পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি করে, তদন্ত পূর্বক তাদের মুক্তিযোদ্ধা সনদ, গেজেট বাতিলসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। উল্লেখ্য যে, সোনারগাঁয়ের শান্তি কমিটির সভাপতি ও ১৯৭১ সালের পাকিস্তান মন্ত্রীসভার সদস্য এ এস এম সোলায়মান, ভবনাথপুর গ্রামের জমির আলী কেরানি ও কাচঁপুরের হোসেন খাঁ এর সহযোগী ছিলেন এই তিন ভূয়া মুক্তিযোদ্ধা। তাদের বিরুদ্ধে যাতে কেউ অভিযোগ না দিতে পারে তাই এই তিনজন বার বার পুরো উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে উল্টো অভিযোগ দিয়ে রাখে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এই তিন কথিত মুক্তিযোদ্ধা এককভাবে পুরো সোনারগাঁও উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ দেন এবং তাদের অভিযোগে অদ্যবধি পর্যন্ত একজনও ভূয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত হয়নি। এছাড়াও, তারা বিগত প্রায় ১০ বার মন্ত্রনালয়ে যে অভিযোগ জমা দিয়েছে, তাতে সোনারগাঁয়ের প্রায় ৯৫% মুক্তিযোদ্ধাই অভিযুক্ত হয়েছে।
ই-
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯