আজ বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ৪:৫৯
শিরোনাম:
ঋণের চাপে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা    ♦     না’গঞ্জ চারুকলায় মাস্টার্স প্রোগ্রাম চালুর দাবি    ♦     প্রতারক চক্রের ৩জন গ্রেপ্তার    ♦     বন্দর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে বক্তারা হলুদ সাংবাদিকতা এখন ডেঙ্গুর মত ভয়াবহ    ♦     ফতুল্লায় ওসমান দোসররা বিএনপির ছায়াতলে    ♦     ধরা ছোঁয়ার বাইরে মতির সহযোগী জাহাঙ্গীর    ♦     না’গঞ্জে কোনো ফ্যাসিবাদী শাসন চলতে দেব না    ♦     ফতুল্লার ৫ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনে তৎপরতা    ♦     গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে    ♦     সদরে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা    ♦    

কোনো নেতাকর্মী দ্বারা জনগণ কষ্ট পায় এমন কিছু করা যাবে না: সাখাওয়াত

ডান্ডিবার্তা | ০২ জুলাই, ২০২৫ | ১২:১৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। তার জন্য আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। আর বিএনপির কোনো নেতাকর্মীরা দ্বারা জনগণ কষ্ট পায় এমন কিছু করা যাবে না। আমাদের ভুলের কারণে যদি আগামী নির্বাচনে দল ক্ষমতা না আসে তাহলে কিন্তু আমাদেরকে সেই একই ভাবে আবারও হামলা মামলা, জেল জুলুম ও নির্যাতনের শিকার হতে হবে। আমরা চাই বিএনপি নেতাকর্মীদের গুণগত পরিবর্তন। গত দশ মাসে অনেকে অনেক কিছু করেছেন তার জন্য দলের অনেক বদনাম হয়েছে। সে সকল নেতাকর্মীদেরকে বলে দেবো আজ থেকে শেষ দিন এরপরে আর কোন দলের বদনাম হয় এমন কিছু করা যাবে না। আপনাদের সবাইকে আগে দেশ ও দলের স্বার্থ দেখতে হবে। কারণ আমাদের নেতা তারেক রহমান কিন্তু এখনো আমাদের কাছে পৌঁছাতে পারেনি। তিনি দিনরাত দেশ ও দেশের জনগণের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। উনি যে কষ্ট করে আমাদের জন্য যদি নিজেদের কিছু ভুলের কারণে সেগুলোকে নষ্ট করে ফেলি তাহলে উনার কষ্টের কি মূল্য রইল। একটি কথা পরিষ্কার করে বলতে চাই আমি চাইনা বিএনপির কোন নেতাকে পুলিশ গ্রেপ্তার করুক। যদি বিএনপি’র কোন নেতা গ্রেপ্তার হয় তাহলে সর্বপ্রথম কষ্ট পাবো আমি। যদি বিএনপির কোন থেকে নেতা অন্যায় করে তা হলো আমি সেটাও কষ্ট পাবো। সুতরাং আমরা এই বিষয়গুলো মাথায় রেখে আগামী দিনে পথ চলব। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত সদর থানা বিএনপির আওতাধীন ১৭নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। গতকাল মঙ্গলবার বিকেল শহরের পাইপাড়া জয়গোবিন্দ স্কুল মাঠে ১৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন, গত ১৭টি বছর এই ১৭নং ওয়ার্ডের কি অবস্থা ছিল তা আপনারা জানেন অনেকেই কিন্তু আমাদের কাছে বিচার দিয়েছেন। বিচার দিয়েছেন যে বাবুর লোকজন এই করেছে সেই করেছে হামলা করেছে মামলা দিয়েছে, পুলিশ দিয়ে হয়রানি করেছে নির্যাতন করেছে। যদি আমরা তার মত আচরণ করি তাহলে কি হবে। আমরা চাই আমাদের ভুলের কারণে নারায়ণগঞ্জ মানুষের শত্রæ হলো সন্ত্রাসী শামীম ওসমান ও সেলিম ওসমান, আব্দুল করিম বাবুসহ যারা আওয়ামী লীগের দোসর ছিল। তারা জনগণের উপর অন্যায় অত্যাচার করেছে। আমরা যদি তাদের মতন করি তাহলে তাদেরকে যেমন মানুষ ঘৃণা করে আমাদেরকে ঠিক একই ভাবে কিনা করবে। তিনি আরও বলেন, বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম যারা বিএনপির নেতাকর্ম ও বিএনপিকে মনেপ্রাণে ভালোবাসে তাদেরকে সদস্য করতে হবে। সরকারি বেসরকারি ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছে তারা যদি সদস্য হতে চায় তাহলে তাদেরকে সদস্য ফরম দিতে হবে। আর হিন্দু স¤প্রদায়ের লোকজনদেরকেও সদস্য করতে হবে। নিজের মধ্যে গ্রæপিং থাকতে পারে কিন্তু দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গ্রæপিং করে দলের কোনো ত্যাগী নেতাকর্মীরা যেনো বাদ না পড়ে। কারন আমরা দল করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সুতরাং আমাদেরকে দলীয় সিদ্ধান্তকে মানতে হবে। মহানগর ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হাসান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহŸায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান।এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক এড. কাজী রুবায়েত হোসেন সায়েম, মহানগর বিএনপির আহŸায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিন শিপলু, বিএনপি, ১৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান মন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক পলাশ প্রধান, দপ্তর সম্পাদক নাজমুল হাসান রাব্বি, প্রচার সম্পাদক লিয়াকত আলী লিটন, ক্রীড়া সম্পাদক মো. স্বপন প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা