
ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং তার ছেলে খায়রুল ইসলাম সজীবের গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে পিএস সেলিম। পুরো সোনারগাঁ জুড়ে এই পিএস সেলিম এখন সাধারণ নেতাকর্মীদের কাছে এক মূর্তিমান আতংকের নাম। আর এই বদনামের কাঁটা এসে বিঁধছে মান্নান ও তার ছেলে সজিবের গায়ে। মান্নান ও সজীবের আস্থাভাজন এই পিএস সেলিম এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, কারো কোন কথাই সে এখন গায়ে মাখছে না। আর এই পিএস সেলিমকে অতিরিক্ত প্রশ্রয় দানের খেসারত হিসেবে সোনারগাঁ থেকে মান্নানের ধানের শীষের মনোনয়ন ঝুলে গেছে বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা। খোঁজ নিয়ে জানা যায়, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছিলেন তার পিএস নামে পরিচিত সেলিম হোসেন দিপুর উপর। আর এই সুযোগে পিএস সেলিম নিজের আখের গুছিয়ে নেওয়ার চেষ্টায় মান্নানের রাজনৈতিক অবস্থানকে হুমকির মুখে ফেলে দিয়েছেন। মান্নান ও তার পুত্র সজীবের নাম ভাঙ্গিয়ে পুরো সোনারগাঁ জুড়ে রাম রাজত্ব কায়েম করেন এই সেলিম হোসেন দিপু। দলের ত্যাগী নেতাকর্মীদের সাথে মান্নানের দূরত্ব তৈরি করেন এবং বিভিন্ন নেতাকর্মীদের একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করেন। পিএস সেলিমের কারণে দীর্ঘদিনের রাজপথের পরীক্ষিত নেতাকর্মীরা মান্নান বলয় ছেড়ে চলে যেতে শুরু করেছেন। শুধুমাত্র কিছু সংখ্যক চাটুকার আর চাকর বাকর শ্রেণীর লোকজনদেরকে মান্নানের চারপাশে রেখে কৌশলে বাকিদেরকে দূরে সরিয়ে দিয়েছেন এই পিএস সেলিম। যার ফলে চরম দুরবস্থায় পড়তে যাচ্ছেন সোনারগাঁ থেকে এমপি হওয়ার স্বপ্নে বিভোর থাকা আজহারুল ইসলাম মান্নান। স্থানীয় সূত্র মতে, এই সেলিম হোসেন দিপু ওরফে পিএস সেলিম ৫ আগস্টের পর সমগ্র সোনারগাঁ জুড়ে চাঁদাবাজির মহোৎসবে মেতে ওঠেন। বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে মান্নান ও তার ছেলের নাম ভাঙিয়ে মোটা অংকের চাঁদা আদায় করেন। সেই সাথে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান এবং জায়গা সম্পত্তি দখল করে এই ১১ মাসেই কোটি টাকার মালিক হয়ে যান। মান্নান ও সজীবের প্রশ্রয়ে বেপরোয়া হয়ে ওঠা এই পিএস সেলিম এখন বাপ-বেটার গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে। নেতাকর্মীরা জানায়, মোটা অংকের টাকার বিনিময়ে সোনারগাঁ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে পুনর্বাসন করছেন এই সেলিম হোসেন দিপু ওরফে পিএস সেলিম। দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদেরকে মাইনাস করে এসব আওয়ামী লীগ ঘেঁষা ফ্যাসিস্টের দোসরদেরকে প্রতিষ্ঠিত করছেন তিনি যার প্রভাব পড়ছে মান্নানের উপরে। গত কয়েক বছর সোনারগাঁ থেকে ধানের শীষের একমাত্র উত্তরাধিকারী হিসেবে মান্নানের নাম শোনা গেল এখন বাড়ছে ভিন্ন সুর। স্থানীয়দের মতে, পিএস সেলিমের অপকর্মের দায়ভার ভোগ করতে হবে মান্নানকে। দিনের পর দিন নানা অপকর্ম দেখেও চোখ বুজে থাকা মান্নান এখন চোখে সর্ষে ফুল দেখছেন। এ বিষয়ে অনেকে অনেকবার মান্নানকে সচেতন করতে চাইলেও মান্নানের অতিরিক্ত সেলিম নির্ভরতা আজ তাকে ডুবাচ্ছে। মান্নান যদি আগেই সেলিমের লাগাম টানতে পারতো তাহলে হয়তো আজকে তাকে এই দিন দেখতে হতো না বলেই মনে করেন সকলে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯