আজ বৃহস্পতিবার | ৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ৭ মহর্‌রম ১৪৪৭ | সকাল ৭:৩৮

রূপগঞ্জে ঘোড়ার মাংস উদ্ধার এক যুবক গ্রেফতার

ডান্ডিবার্তা | ০২ জুলাই, ২০২৫ | ১২:২৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টর এলাকায় জবাইকৃত ৫টি ঘোড়ার মাংস উদ্ধার করেছে আনসার বাহিনীর সদস্যরা। গতকাল মঙ্গলবার ভোরে আনসারের একটি টহলদল অভিযান চালিয়ে এসব ঘোড়ার মাংস উদ্ধার করে। এ ঘটনায় ফয়েজ মিয়া(৩৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বরমপাড়া গ্রামের হাফিজ মিয়ার ছেলে। পুলিশ জানায়, গত সোমবার রাত আনুমানিক ৩টার দিকে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর রোডের ৫ নম্বর প্লটে টহলরত অবস্থায় আনসার সদস্যরা একটি সিএনজি অটোরিকশা দেখতে পায়। সন্দেহ হলে তারা সেখানে এগিয়ে যায়। এ সময় ৭/৮ জন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। পরে প্লটের ভিতর ঢুকে আনসার সদস্যরা দেখে সেখানে পাঁচটি ঘোড়া জবাই করে তাদের মাংস আলাদা করা হচ্ছে। আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেয়। পূর্বাচল আনসার কমান্ডার আবুল হোসেন বলেন, গরুর মাংসের তুলনায় ঘোড়ার মাংসের দাম কম। ঘোড়ার মাংস ২৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়ার খবর পাওয়া যায়। গরুর মাংস ৭৫০ টাকা কেজির পরিবর্তে বেশি ঘোড়ারমাংস বিক্রিতে বেশি লাভের আশায় অসাধুরা একাজ করার চেষ্টা করেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রূপগঞ্জ থানা ওসি মোঃ তারিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পালিয়ে যাওয়াদের সনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা