আজ বৃহস্পতিবার | ৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ৭ মহর্‌রম ১৪৪৭ | সকাল ৬:৩৭

সন্ত্রাস কিশোর গ্যাং মাদকের বিরুদ্ধে হেফাজতে ইসলামের স্মারকলিপি

ডান্ডিবার্তা | ০২ জুলাই, ২০২৫ | ১২:২৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
কাশিপুরে ভয়াবহ সংকটের পদক্ষেপ জানিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন হেফাজতে ইসলাম কাশিপুর শাখা নেতৃবৃন্দরা। গতকাল মঙ্গলবার হেফাজতে ইসলামের নেতা মাওলানা ফেরদাউসুর রহমানের নেতৃত্বে কাশিপুরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। স্মারকলিপি সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কাশিপুরে বর্তমানে ভয়াবহ এক সংকটের মধ্যে অতিবাহিত হচ্ছে। এই সংকটের নাম হলো মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং। প্রতিটি অলিগলি, শিক্ষা প্রতিষ্ঠান, বাসা-বাড়ির আশপাশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, সিসা, আইস মত আরো নেশাদ্রব্য। এতে ভবিষ্যৎ প্রজনের¥ তরুণ-যুবক ও কিশোর-কিশোরী ধ্বংসের পথে দিক ছুটছে। বাবা-মায়ের চোখের সামনে সন্তানদের অপরাধ জগতে কারণে তারা অসহায় হয়ে পড়েছে। একই সাথে কিশোর গ্যাংয়ে ভয়াবহ থাবায় খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজিহ নানা অপরাধে লিপ্ত। অপরাধ মুক্ত কাশিপুর গড়ে তুলতে এসপির কাছে সাতটি দাবি তুলে দেন হেফাজতে ইসলামী নেতৃবৃন্দরা। এগুলো হলো মাদক কারবারিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও প্রকাশ্যে কঠোর শাস্তি নিশ্চিত করা। প্রতিটি থানা ও ইউনিয়নে মাদকবিরোধী অভিযান জোরদার করা। স্কুল-কলেজ, ভার্সিটিতে মাদক ও গ্যাং-বিরোধী সচেতা সচেতনতামূলক কার্যক্রম চালু করা। পিতা-মাতা ও স্থানীয় আলেমসমাজকে নিয়ে সমন্বিত কমিটি গঠন করে পারিবারিক নজরদারি জোরদার করা। কিশোর গ্যাংয়ের সদস্যদের জন্য কাউন্সেলিং ও দাওয়াতি পুনর্বাসনের ব্যবস্থা করা। মাদকের স্পট সমূহ চিহ্নিত করে তা সম্পূর্ণ উচ্ছেদ করা। আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে যেসব সদস্্য গোপনে মাদকপন্থীদের সহযোগিতা করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা