আজ বৃহস্পতিবার | ৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ৭ মহর্‌রম ১৪৪৭ | সকাল ৭:০০

মদনপুরে গৃহবধূর আত্মহত্যা স্বামী পলাতক

ডান্ডিবার্তা | ০২ জুলাই, ২০২৫ | ১২:২৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর উপজেলার মদনপুর উত্তরপাড়া এলাকায় মরহুম হাবিবুল্লাহ মিয়ার বাড়ির ভাড়াটিয়া রনি মিয়ার স্ত্রী আকলিমা আক্তার রিশা গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে এবং এ ঘটনার পর স্বামী রনি পলাতক রয়েছে। রনি সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকার সেলিম মিয়ার ছেলে ও মৃত আকলিমা আক্তার রিশা পাবনা জেলার ঈশ্বরদী থানার মুলাডুলি পূর্বপাড়া গ্রামের তায়েজ উদ্দিনের মেয়ে। স্থানীয়রা জানান, রনি মিয়া ও রিশা গত ২ মাস আগে মরহুম হাবিবুল্লাহ মিয়ার বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে এখানে বাস করতে থাকে। গতকাল মঙ্গলবার সকালে মৃত স্ত্রীকে ঘরে রেখে ও বাইরে দিয়ে দরজা তালাবদ্ধ করে স্বামী রনি পালিয়ে যায় এবং সকাল ১১টায় বাড়ির মালিক আনোয়ার হোসেনকে ফোন করে বলে যে, সোমবার রাতে রিশা মাত্রাতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়েছে এবং সকালে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছে। খবরটি দিয়ে রনি মোবাইল ফোন বন্ধ করে দিয়ে পালিয়ে যায়। পরে আনোয়ার হোসেন পুলিশকে বিষয়টি জানালে কামতাল তদন্ত কেন্দ্রের এসআই আনোয়ার হোসেন ও ধামগড় ফাঁড়ির এএসআই মফিজ উদ্দিন ঘটনাস্থলে এসে কক্ষের তালা ভেঙ্গে কক্ষে ঢুকে রিশাকে তার বিছানায় শোয়া ও মৃত অবস্থায় দেখতে পান। রিশা আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ এবং মঙ্গলবার বিকেলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা