আজ বৃহস্পতিবার | ১০ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ | ১৪ মহর্‌রম ১৪৪৭ | রাত ৮:৩৫

নারায়ণগঞ্জ জাপায় দ্বিধা বিভক্তি

ডান্ডিবার্তা | ১০ জুলাই, ২০২৫ | ১০:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে জাতীয়পার্টির অধিকাংশ নেতা এখনো পলাতক। আর যারা এলাকায় রয়েছেন তাদের মধ্যে দেখা দিয়েছে দ্বিধাবিভক্তি। তারা কোন গ্রæপের সাথে থাকবেন এ নিয়ে চিন্তিত। ইতিমধ্যে জাতীয়পার্টিতে দেখা দিয়েছে ভাঙ্গন। এতে করে দিশেহারা হয়ে পড়েছে নারায়ণগঞ্জ জাতীয়পার্টির নেতাকর্মীরা। তবে নারায়ণগঞ্জ জাতীয়পার্টির শীর্ষ নেতা ও এমপিরা পলাতক। তাদের অপকর্মে নারায়ণগঞ্জ জাতীয়পার্টি আজ বির্তকিত। তারা এখন আর রাজনীতিতে প্রকাশ হতে পারছেন না। যত টুকু করছেন তাই যোগাযোগ মাধ্যমের দ্বারা। এখন তারা দ্বিধাবিভক্তি রয়েছে। একদিকে নির্বাচনের তোড়জোড় চলছে, আর অন্যদিকে জাতীয় পার্টিতে (জাপা) বাজছে ভাঙনের সুর। দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বহিষ্কারের পর অনেকেই মনে করছেন, দলটির ভাঙন এখন অনেকটাই চূড়ান্ত। বহিষ্কৃত নেতারা দলের ভাঙনের দায় চাপাচ্ছেন দলের চেয়ারম্যান জি এম কাদেরের ওপর। সদ্য বহিষ্কৃত নেতা আনিসুল ইসলাম বলেন, আমরা ভাঙন চাইনি, জি এম কাদেরই দলকে ভাঙনের দিকে ঠেলে দিলেন। আর বহিষ্কৃত নেতা এ বি এম রুহুল আমিন হাওলাদার বাংলানিউজকে বলেন, জি এম কাদের আত্মঘাতী একটি সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে তিনি নিজেই একা হয়ে গেলেন। বহিস্কৃতরা বলেন, তারা নির্বাচনে দুই-চারটি আসনের জন্য দলের চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং কর্মীদের বিভ্রান্ত করছে। সেই দল জানে, জাতীয় পার্টি নির্বাচনে অংশ না নিলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। তিনি আরও বলেন, পার্টির কাউন্সিলের তারিখ নির্ধারিত হওয়ার পর কাউকে ইনক্লুড বা এক্সক্লুড করার সুযোগ নেই। কাউন্সিলের আগে পার্টির চেয়ারম্যান মহাসচিবকে বহিষ্কার করতে পারেন না, আমাদেরও বহিষ্কার করতে পারেন না। এটি অ-গঠনতান্ত্রিক ও অসাংবিধানিক সিদ্ধান্ত। চুন্নু এখনও পার্টির মহাসচিব, আমি এবং রুহুল আমিন হাওলাদার এখনও কো-চেয়ারম্যান। দলের চেয়ারম্যানের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, আমরা আইনের আশ্রয় নেব। ওই লোক (জি এম কাদের) পার্টির চেয়ারম্যান থাকার যোগ্য নন। যে লোক ভারত থেকে এসে বলেন, ভারতের অনুমতি ছাড়া কিছু বলব না, তার এই দলের প্রধান থাকার কোনো অধিকারই নেই। জাতীয় পার্টির বিগত ২৫ বছরের ইতিহাস বিশ্লেষণে দেখা যায়, প্রতি নির্বাচনের আগে সাবেক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের গড়া দলটি একাধিক ভাগে বিভক্ত হয়েছে। তবে এবার বিভক্তির ধরন কিছুটা ভিন্ন। বহিষ্কৃত কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার দাবি করেছেন, দলটির বড় একটি অংশ জি এম কাদেরকে বাদ দিয়ে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। জাতীয় পার্টি সবসময়ই জনগণের মতামতকে সম্মান করে। আমরা সবসময়ই নির্বাচনমুখী দল। তিনি বলেন, আমরা জাতীয় পার্টিকে ভালোবাসি। জাতীয় পার্টির চেয়ারম্যানের মায়ের হাতে আমি ভাত খেয়েছি, তাই এই পার্টি আমরা ছাড়তে পারি না। আমরা সবাইকে সঙ্গে নিয়ে এই পার্টি থেকেই নির্বাচনে অংশ নেব। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আমরা যখন পার্টিকে সু-সংগঠিত করার চেষ্টা করছিলাম, তখন তিনি (জি এম কাদের) এমন সিদ্ধান্ত নিলেন। তিনি চান না সবাই পার্টিতে আসুক। তিনি নিজের খেয়ালখুশি মতো যাকে খুশি দলে নিচ্ছেন, আবার বহিষ্কার করছেন। তিনি বলেন, এসব গণতান্ত্রিক দলে চলতে পারে না। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে দেশের জন্য অনেক কিছু করার সুযোগ আছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা