আজ বৃহস্পতিবার | ১০ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ | ১৪ মহর্‌রম ১৪৪৭ | সন্ধ্যা ৬:৩৫

রুপগঞ্জে মামুন হত্যায় রাসেল ফকির গ্রেফতার

ডান্ডিবার্তা | ১০ জুলাই, ২০২৫ | ১০:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের রুপগঞ্জে মামুন ভুইয়া হত্যাকান্ডের ঘটনায় এজাহারনামীয় আসামী রাসেল ফকিরকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত মঙ্গলবার রাত ৯টায়  হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ৩নং আসামীবে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল ফকির রুপগঞ্জের গোলাকান্দাইল এলাকার নাসু ফকিরের ছেলে। র‌্যাবের কোম্পানী কমান্ডার মো. সোহেল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,গত ১০ জুন মঙ্গলবার বিকালে স্থানীয়রা খোকা নামের একজনকে আটক করে। খোকাকে আটক করার খবর ছড়িয়ে পড়লে জাহিদুল ইসলাম বাবু নিজস্ব লোকজন নিয়ে খোকাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলি চালায়। এসময় মামুন ভ’ইয়া (৩৫) নামে একজন ব্যাবসায়ী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মামুন ভূইয়া রুপগঞ্জ থানার ভ’লতা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান ভূইয়ার ছেলে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামী রাসেল ফকিরকে পরবর্তী আইনানুগ কার্যক্রম এর জন্য রুপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা