
ডান্ডিবার্তা রিপোর্ট
টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। গতকাল বুধবার সকাল ৬ টা থেকে নারায়ণগঞ্জে একটানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যা পথচারী, অফিসগামী এবং খেটে-খাওয়া মানুষকে সীমাহীন ভোগান্তিতে ফেলেছে। এই লাগাতার বৃষ্টিতে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার ফলে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। সকাল থেকেই নারায়ণগঞ্জের প্রধান সড়কগুলোসহ অলিগলিতে পানি জমে থাকতে দেখা যায়। কোথাও কোথাও হাঁটুপানি জমে যাওয়ায় যান চলাচল ধীরগতিতে চলছে। বিশেষ করে নিচু এলাকাগুলোতে দুর্ভোগের মাত্রা আরও বেশি। অফিসগামী যাত্রীরা সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। গণপরিবহনের অপ্রতুলতা এবং যানবাহনের দীর্ঘ সারি এই ভোগান্তিকে আরও বাড়িয়ে দিয়েছে। চাষাঢ়া এলাকার বাসিন্দা এলাহী জানান, “আমার অফিস সকাল ১০টায় শুরু হয়। কিন্তু এখনো গন্তব্যে পৌঁছাতে পারিনি। ছাতা নিয়ে বের হয়েছি, কিন্তু কোনো বাসে সিট পাচ্ছি না। বাধ্য হয়ে হেঁটেই যেতে হচ্ছে, পুরো ভিজে একাকার।” তার মতো শত শত মানুষকে বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে গন্তব্যের দিকে ছুটতে দেখা গেছে। একই সমস্যার কথা জানালেন নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার বাসিন্দা নঈম হাসান, যিনি একজন ব্যবসায়ী। তিনি বলেন, “টানা বৃষ্টি হচ্ছে, কোনো থামাথামি নেই। এই বৃষ্টির কারণে আমি এখনো আমার দোকানে যেতে পারিনি। বেচাকেনা তো দূরের কথা, দোকান খুলতেই পারছি না।” টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রিকশাচালকরা। কালিরবাজার এলাকায় কথা হয় রিকশাচালক রহমত উল্লাহর সঙ্গে। হতাশ কণ্ঠে তিনি জানান, “সকাল থেকে মাত্র ৭০ টাকার ভাড়া পেয়েছি। বৃষ্টিতে যাত্রীই নেই। আবার ভিজে যাওয়ার কারণে অনেকে রিকশাতে উঠতেও চান না। আমরা তো ভিজে ভিজেই রিকশা চালাচ্ছি, কিন্তু ইনকাম হচ্ছে না।” বৃষ্টির কারণে তাদের আয়েও টান পড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। এই মুহূর্তে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে দ্রæত জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছে ভুক্তভোগী সাধারণ মানুষ।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯