আজ বৃহস্পতিবার | ১০ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ | ১৪ মহর্‌রম ১৪৪৭ | রাত ৮:১৪

টানা বৃষ্টিতে নগরজীবনে দুর্ভোগ

ডান্ডিবার্তা | ১০ জুলাই, ২০২৫ | ১০:৫৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। গতকাল বুধবার সকাল ৬ টা থেকে নারায়ণগঞ্জে একটানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যা পথচারী, অফিসগামী এবং খেটে-খাওয়া মানুষকে সীমাহীন ভোগান্তিতে ফেলেছে। এই লাগাতার বৃষ্টিতে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার ফলে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। সকাল থেকেই নারায়ণগঞ্জের প্রধান সড়কগুলোসহ অলিগলিতে পানি জমে থাকতে দেখা যায়। কোথাও কোথাও হাঁটুপানি জমে যাওয়ায় যান চলাচল ধীরগতিতে চলছে। বিশেষ করে নিচু এলাকাগুলোতে দুর্ভোগের মাত্রা আরও বেশি। অফিসগামী যাত্রীরা সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। গণপরিবহনের অপ্রতুলতা এবং যানবাহনের দীর্ঘ সারি এই ভোগান্তিকে আরও বাড়িয়ে দিয়েছে। চাষাঢ়া এলাকার বাসিন্দা এলাহী জানান, “আমার অফিস সকাল ১০টায় শুরু হয়। কিন্তু এখনো গন্তব্যে পৌঁছাতে পারিনি। ছাতা নিয়ে বের হয়েছি, কিন্তু কোনো বাসে সিট পাচ্ছি না। বাধ্য হয়ে হেঁটেই যেতে হচ্ছে, পুরো ভিজে একাকার।” তার মতো শত শত মানুষকে বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে গন্তব্যের দিকে ছুটতে দেখা গেছে। একই সমস্যার কথা জানালেন নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার বাসিন্দা নঈম হাসান, যিনি একজন ব্যবসায়ী। তিনি বলেন, “টানা বৃষ্টি হচ্ছে, কোনো থামাথামি নেই। এই বৃষ্টির কারণে আমি এখনো আমার দোকানে যেতে পারিনি। বেচাকেনা তো দূরের কথা, দোকান খুলতেই পারছি না।” টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রিকশাচালকরা। কালিরবাজার এলাকায় কথা হয় রিকশাচালক রহমত উল্লাহর সঙ্গে। হতাশ কণ্ঠে তিনি জানান, “সকাল থেকে মাত্র ৭০ টাকার ভাড়া পেয়েছি। বৃষ্টিতে যাত্রীই নেই। আবার ভিজে যাওয়ার কারণে অনেকে রিকশাতে উঠতেও চান না। আমরা তো ভিজে ভিজেই রিকশা চালাচ্ছি, কিন্তু ইনকাম হচ্ছে না।” বৃষ্টির কারণে তাদের আয়েও টান পড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। এই মুহূর্তে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে দ্রæত জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছে ভুক্তভোগী সাধারণ মানুষ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা