
ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার শিয়াচর এলাকায় এক কিশোরীকে ধর্ষন এবং ধর্ষনের ভিডিও ধারন করার অপরাধে মুন্না-শ্রাবন-উত্তম ও রাকিব নামে ৪জনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ ঘটনায় ধর্ষনের শিকার কিশোরীর ভাই ফতুল্লা মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলা সুত্রে এবং ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো.শামীম হোসেনের বরাত দিয়ে জানা যায় যে, শিয়াচর এলাকার কালু মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত. আনোয়ার হোসেনের ছেলে সোহেল তার মা ও বোনকে নিয়ে বসবাস করে আসছিলেন। তার বোন কাঠেরপুল এলাকায় একটি হোসিয়ারীতে কাজ করতেন। কাজে আসা-যাওয়ার পথে ১নং আসামী শিয়াচর লালখা এলাকার ফরিদের বাড়ির ভাড়াটিয়া রিপনের ছেলে মুন্নার সাথে আমার বোনের সাথে কথাবার্তা হতো। গত ১৫ মে আমার বোনের সাথে কথা আছে মর্মে বিকেল সাড়ে ৩টায় লালখা পিটিআইয়ের সামনে থেকে পুর্ব শিয়াচর এলাকায় পিটিআই সংলগ্ন আবুল হাসেমের বাড়ির নিচতলায় ২নং আসামী একই এলাকার রুবেল তালুকদারের ছেলে শ্রাবনের বাড়িতে নিয়ে যায়। এ সময় আমার বোনকে ভয়ভীতি প্রদান করে তাকে জোর পূর্বক ধর্ষন করে। ১নং আসামী ধর্ষণ করার সময় ২নং আসামী তা মোবাইলে ভিডিও ধারন করেন। ধর্ষনের ভিডিও ধারন শেষে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে আমার বোনকে শ্রাবনের ঘর থেকে বের করে দেয়। পরবর্তীতে ধর্ষনের ধারনকৃত ভিডিওটি ২নং আসামী শ্রাবন তার সহযোগি ৩নং আসামী রামারবাগ এলাকার সাগর দাসের ছেলে উত্তমের মুঠোফোনে প্রেরন করে। ধৃত সকল আসামীসহ পলাতক আসামী সৌরভ ধারনকৃত ভিডিও দেখিয়ে আমার বোনের কাছে ২ লক্ষ টাকা দাবী করে। আমার বোন ইজ্জতের কথা ভেবে মুন্না, উত্তম এবং এজাহারনামীয় ৪নং আসামী পিটিআই এলাকার ওসমান গনির ছেলে রাকিবকে ৪ হাজার টাকা দেয়। এভাবে বিভিন্ন সময়ে আসামীরা আমার বোনের কাছে টাকা দাবী করলে আমার বোন মানসিকভাবে ভেঙ্গে পড়েন। বিষয়টি থানায় এসে অফিসার ইনচার্জকে অবগত করলে তার নির্দেশে গত ৮ জুলাই রাতে আসামীদেরকে গ্রেফতার করেন এবং ৩নং আসামী মোবাইলে ধারনকৃত ভিডিওসহ মোবাইলটি জব্দ করেন। এবং মামলার অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের জন্য ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছেন। গ্রেফতারকৃত ৪ জন আসামীকে আদালতে প্রেরন করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯