
ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, “যারা নির্বাচন ভয় পায়, যারা অন্ধকারের শক্তিকে পুনর্বাসন করতে চায়—আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়—এখন তারা পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতি এখন যথেষ্ট নয়। কেউ যদি এটি বাস্তবায়ন করতে চায়, তাহলে জাতির সামনে কর্মসূচি পেশ করে ভোটে গিয়ে তার সমর্থন আদায় করতে হবে। জয়লাভ করলে তারা চাইলে তা করতে পারে। কিন্তু বিএনপির ঘাড়ে চেপে বা অন্য কোনো সরকারের ঘাড়ে চেপে এই দুষ্কর্ম চাপিয়ে দেওয়া যাবে না। জাতিরও এ পদ্ধতির প্রতি কোনো সমর্থন নেই।” গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কর্মীসভায় এসব কথা বলেন বিএনপি নেতা। নজরুল ইসলাম আজাদ বলেন, “গণতন্ত্রের মূল নীতিকে সামনে রেখেই শত প্রতিক‚লতা ও বাধা পেরিয়ে বিএনপি তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ দলটি সকল ধর্ম ও বর্ণের সজ্জন মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের জন্য উন্মুক্ত। সমাজবিরোধী, দখলবাজ ও চাঁদাবাজদের এই দল কোনোভাবেই আশ্রয় দেয় না। কেউ বিএনপির নাম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে দলের পক্ষ থেকে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ভবিষ্যতেও হবে।” জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, “তারা এখন বলছে—যেনতেনভাবে নির্বাচন হতে দেওয়া হবে না। অথচ ’৮৬ সালে স্বৈরাচার এরশাদের অধীনে তারাই নির্বাচনে অংশ নিয়েছিল, ’৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক আঁতাত করেছিল। এখন বিএনপিকে দখলবাজ বলছে। অথচ ৫ আগস্টের পর দেশের মানুষ দেখেছে প্রথম ব্যাংক ডাকাতি করেছে কারা, শিক্ষাপ্রতিষ্ঠান দখল করেছে কারা। কাঁচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছোড়ার এই রাজনীতি চলতে পারে না।” সভায় নজরুল ইসলাম আজাদ আরও বলেন, “বিএনপি ক্ষমতায় আসার জন্য নয়, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করছে। দেশের মানুষ জানে এই দলই গণতন্ত্রের শেষ আশ্রয়।”
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯