আজ রবিবার | ১৩ জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ১৭ মহর্‌রম ১৪৪৭ | সকাল ৭:০৯

না’গঞ্জে শুরু হলো ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজ

ডান্ডিবার্তা | ১২ জুলাই, ২০২৫ | ১১:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরের বুকে রচিত হচ্ছে এক নতুন ইতিহাস। গতকাল শুক্রবার ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। হাজীগঞ্জের বিজয়স্তম্ভ চত্বরে শহীদদের স্মরণে মাথা তুলে দাঁড়াবে এই স্মৃতিস্তম্ভ, যা আগামী প্রজন্মের কাছে বহন করবে এক অকুতোভয় আত্মত্যাগের বার্তা। উদ্বোধনী অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা তার বক্তব্যে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “জুলাইয়ের বীর শহীদদের প্রতি আমাদের সম্মিলিত শ্রদ্ধাঞ্জলি হিসেবেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এটি শুধু একটি স্থাপত্য নয়, নারায়ণগঞ্জের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।” নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগ এই গুরুত্বপূর্ণ কাজটি বাস্তবায়ন করছে। নির্মাণকাজ শেষে এই স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপিপ্রত্যুষ কুমার মজুমদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মাইনুদ্দিন, বৈষম্য বিরোধী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি নিরব রায়হান, এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা, যারা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এসেছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা