
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরের বুকে রচিত হচ্ছে এক নতুন ইতিহাস। গতকাল শুক্রবার ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। হাজীগঞ্জের বিজয়স্তম্ভ চত্বরে শহীদদের স্মরণে মাথা তুলে দাঁড়াবে এই স্মৃতিস্তম্ভ, যা আগামী প্রজন্মের কাছে বহন করবে এক অকুতোভয় আত্মত্যাগের বার্তা। উদ্বোধনী অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা তার বক্তব্যে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “জুলাইয়ের বীর শহীদদের প্রতি আমাদের সম্মিলিত শ্রদ্ধাঞ্জলি হিসেবেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এটি শুধু একটি স্থাপত্য নয়, নারায়ণগঞ্জের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।” নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগ এই গুরুত্বপূর্ণ কাজটি বাস্তবায়ন করছে। নির্মাণকাজ শেষে এই স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপিপ্রত্যুষ কুমার মজুমদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মাইনুদ্দিন, বৈষম্য বিরোধী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি নিরব রায়হান, এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা, যারা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এসেছিলেন।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯