আজ শনিবার | ১২ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ১৬ মহর্‌রম ১৪৪৭ | সন্ধ্যা ৬:৩৭

ফতুল্লায় ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল

ডান্ডিবার্তা | ১২ জুলাই, ২০২৫ | ১১:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লায় সাইফউদ্দিন রিয়াজ (৩৩) নামের এক ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদল নেতা। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার ভূঁইগড় বাসস্ট্যান্ডের ‘সুন্দরবন রেস্টুরেন্ট’ এ তাকে পেয়ে পুলিশে খবর দেন ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহŸায়ক সাজ্জাত হোসে সাজ। পরে পুলিশের একটি টিম এসে রিয়াজকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে ছাত্রদল নেতা সাজ্জাত হোসেন সাজ বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কিছুদিন পরপরই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করে। এসব মিছিলের নেপথ্যে রিয়াজের ভূমিকা আছে বলে আমরা খবর পাচ্ছিলাম। রিয়াজ ভূঁইগড়ে এসেছেন, এমন খবর পেয়ে আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘ভূঁইগড় থেকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ নেতা সাইফউদ্দিন রিয়াজকে আটক করা হয়েছে। তবে ছাত্রলীগে তার পদবী ছিল কি না সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা