
প্রেস বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নবনির্বাচি কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় সৌহাদ্দ্যপূর্ণ পরিবেশে বিদায়ী কমিটির সভাপতি আরিফ আলম দিপু ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জীবন নতুন কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় বিদায়ি সভাপতি নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় একই প্রক্রিয়ায় বিদায়ি সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জীবন নবনির্বাচিত সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টিকে দায়িত্ব বুঝিয়ে দেন। বিদায়ি সভাপতি আরিফ আলম দীপু বলেন, আশা করি আবু সাউদ মাসুদের নেতুত্বে নতুন কমিটি পেশাজীবী সাংবাদিকদের সকল সমস্যা সমাধানে দায়িত্বশীল ভুমিকা রাখবেন। নবনির্বাচিত কমিটির সকল সদস্যের প্রতি রইল শুভেচ্ছা ও শুভ কামনা। বিদায়ি সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, আমাদের দায়িত্ব পালনকালিন সময়ে আমরা কতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি তা একমাত্র ক্লাব সদস্যরাই তার মূল্যায়ন করবেন। দায়িত্ব পালনকালে যদি আমাদের কোন ভুল ক্রটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার বিনীত অনুরোধ করছি। নবনির্বাচিত কমিটির উজ্জল সাফল্য কামনা করছি। নির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, দলমত নির্বিশেষে আমি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৭৯ জন সদস্যের সভাপতি হতে চাই। নির্বাচনের দিন দু’টি প্যানেলে র্নিবাচন হয়েছে। এটি ছিল নেতৃত্বের প্রতিযোগিতা। প্রতিটি প্রতিষ্ঠানেই নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। এটাই স্বাভাবিক। কিন্তু পেশায় আমরা সবাই সাংবাদিক। আমাদের মধ্যে যাতে কোন বৈরিতা না থাকে। বিজয়িদের যতটুকু অধিকার রয়েছে ঠিক তার সমপরিমান অধিকার থাকবে বিজিতদের। বিজয়ীর এখন সকলের সেবক। কেউ যেন আমরা কারো অধিকার ক্ষুন্ন না করি। অন্তত এই অনুরোধটুকু সকলের প্রতি রইল। নির্বাচিত সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, আমরা নির্বাচিত হয়েছি সদস্যদের ভোটের মাধ্যমে। তারা আমাদের সম্মানিত করেছেন সমর্থন জানিয়েছেন। এর অর্থ যেন এটা না হয় আমরা ক্ষমতাবান। আমাদের কাধে সদস্যরা যে দায়িত্ব তুলে দিয়েছেন আমরা তার পূর্ণ মর্যাদা যাতে রাখতে পারি সেজন্য সকল সদস্যদের কাছে দোয়া চাই। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব হবে স¤িপ্রতির উৎকৃষ্ট উদাহরন। দায়িত্ব হস্তান্তরের পর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাধারন সম্পাদক ও সিনিয়র সদস্য এবং বিজিত সিনিয়র সদস্যদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মুহাম্মদ আইয়ুব, হাবিবুর রহমান বাদল, ফজলুল হক, মাহবুবুর রহমান মাসুম, আরিফ আলম দীপু, সিনিয়র স্থায়ী সদস্য বিমল রায়, আনিসুর রহমান আনিস, মোরছালিন বাবলা, সাবেক সাধারন সম্পাদক নাফিজ আশরাফ, বিদায়ি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন প্রমুখ। সভায় সিনিয়র সদস্যরা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা নতুন কমিটিকে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্যের মধ্য দিয়ে ক্লাব পরিচালনায় নানাবিধ পরামর্শ দেন। সিনিয়র সদস্যরা তাদের বক্তব্যে বর্তমানে যে স¤িপ্রতির মধ্য দিয়ে নতুন কমিটি তাদের পদযাত্রা শুরু করলেন তা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তারা ক্লাবের যেকোন প্রয়োজনে নবনির্বাচিত কমিটির পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।
ই
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯