
ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, আমার অনেক আত্মীয় আছেন আছেন যারা আমার কাছে এসেছিলেন চেয়ারম্যান, মেম্বার হতে। আমি তাদেরকে বলে দিয়েছি, যদি তোমার রাজনীতি করো তাহলে আমি অবসর নেব। আমার বংশের কেউ রাজনীতি করলে আমি রাজনীতি করে ছেড়ে দেবো। কারন আমার বংশ যদি কেউ রাজনীতি করে তাহলে তার দাপটে আমার এলাকার সাধারন মানুষ আমার কাছে আসতে পারবে না। গতকাল শুক্রবার সোনারগাঁয়ে প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ গ্রহণ কার্যক্রম উদ্বোধন করা হয়। পৌরসভা বিএনপি’র আয়োজিত এই অনুষ্ঠানে এক বক্তব্যে এ কথা বলেন মোহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি আরও বলেন, আমি নারায়ণগঞ্জের সন্তান। মুক্তিযুদ্ধ করার জন্য ঘর থেকে বেরিয়ে গেছি, আবার মুক্তিযুদ্ধ শেষ করে এই সোনারগাঁয়ে এসে আশ্রয় নিয়েছি। এরপর দেশে মানুষের কল্যাণে কাজ করেছি। আমি ৪ আসনে এমপি ছিলাম, সেখানেও কাজ করেছে এই সোনারগায়ও কাজ করছি। মানুষ আমার কাজকে মূল্যায়ন করে। যদি কপালে লেখা থাকে তাহলে এই সোনারগাঁ থেকেও নির্বাচন করতে পারি। আমি এমন কোন কাজ করবো না যাতে এই সোনারগাঁয়ের মানুষ এর সম্মান ক্ষুন্ন হয়, কোন সাধারণ নাগরিক বা কর্মীকে অবমূল্যায়নও করব না। কারণ আমি এখনো নিজেকে কর্মী মনে করি। আমি ছাত্র জীবন থেকে রাজনীতিতে অনেক নেতার বাসায় গিয়েছিলাম, যে ব্যথা নিয়ে গিয়েছিলাম সেই ব্যথা নিয়ে ফেরত আসতে হয়েছে। তাদের কাছে সময় চেয়েছিলাম পাইনি, কথা বলতে চেয়েছিলাম পাইনি। সে ব্যথা আমার কাছে এখনো আছে, তাই নিজেকে নেতা নয় কর্মী মনে করি। তাই আমার কাছে আসতে হলে কোন নেতাকে ধরতে হয় না, আমার কাছে সরাসরি আসলে আমি খুশি হই। সাবেক এই এমপি আরও বলেন, যারা পালিয়েছে, দাম্ভিকতা ছিল তাদের বড় অস্ত্র। মানুষ তাদেরকে একটি ফুল দিয়ে টোকা দেওয়ার আগেই তারা ভয়ে পালিয়েছে। আমি নারায়ণগঞ্জের পাঁচটি আসনে কাজ করছি, আমি শুধু একার চিন্তা নয় দলের চিন্তা করে কাজ করছি। ২০০১ সালের নারায়ণগঞ্জ থেকে বিএনপি পাঁচটা আসনে নির্বাচিত হয়েছিল। তখন আমাদের নেতা ছিল মরহুম আব্দুল মতিন চৌধুরী। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এখন যেহেতু উনি নেই, তাই আমি এই দায়িত্ব নিজে নিয়েছি। যেদিন আমাদের নেতা তারেক রহমান দেশে আসবেন, ঢাকার রাজপথে এক ফোটা জায়গা ফাঁকা থাকবে না। সারা বাংলাদেশের মানুষ তাকে স্বাগত জানানোর জন্য আসবে। তিনি আসলে ইতিহাস রচনা হবে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯