আজ বৃহস্পতিবার | ১৭ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২ | ২১ মহর্‌রম ১৪৪৭ | দুপুর ২:৫৩

সৎ মা’কে হত্যাকারী দুই ছেলে গ্রেফতার

ডান্ডিবার্তা | ১৭ জুলাই, ২০২৫ | ৮:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের পশ্চিম কলাবাগ সাইলো গেইট এলাকায় সৎ মা’কে হত্যার দায়ের জহিরুল ইসলাম ও নজরুল ইসলাম নামে এৎাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৪ টায় মুন্সিগঞ্জের শ্রীনগরের বিবন্দি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জহিরুল ও নজরুল সিদ্ধিরগঞ্জের পশ্চিম কলাবাগ সাইলো গেইট এলাকা ইসমাইলে ছেলে। গতকাল বুধবার র‌্যাবের অপস অফিসার মো.গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, মামলার বাদী পেশায় একজন অটো মিশুক চালাক এবং গ্রেফতারকৃত আসামি ২ জন সম্পর্কে  সৎ ভাই হয়। বাদীর সাথে বিবাদীদের পৈত্রিক সম্পত্তি ও পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়া বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে প্রায় সময়ই বিবাদীরা বাদীর সহিত ঝগড়া বিবাদ করতো। তাদের মধ্যকার বিরোধটি স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ একাধিকবার আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। তারই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই সকাল ১০টায় থানাধীন পশ্চিম কলাবাগ (সাইলো গেইট) সাকিনস্থ বাদী বিবাদীর বসত বাড়ীতে বাদী ও বাদীর মা মোছাঃ দিনু বেগম (৬০) অবস্থানকালে পূর্ব বিরোধের জের ধরিয়া গ্রেফতারকৃত আসামিরা বসত বাড়ীর উঠানে এসে কোন অজুহাত ছাড়াই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন বাদীর মা আগাইয়া গিয়া বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করলে, বিবাদীরা একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মোছাঃ দিনু বেগমকে এলোপাথারীভাবে কিলঘুষি ও চর-থাপ্পর মারতে থাকে। তারপর বাদী চিল্লাপাল্লার শব্দ পেয়ে এগিয়ে গেলে দেখতে পান যে, বিবাদীরা তার মাকে উঠানে ফেলে বুকে লাথি মারছে। বিবাদীদের আঘাতে ফলে বাদীর মায়ের মুখ দিয়া রক্ত বাহির হতে থাকে ও শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তখন বাদী ও স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে প্রথমে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীরিক অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন রাত ১০টায় মোছাঃ দিনু বেগম মৃত্যু বরণ করেন। গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা