আজ রবিবার | ২০ জুলাই ২০২৫ | ৫ শ্রাবণ ১৪৩২ | ২৪ মহর্‌রম ১৪৪৭ | দুপুর ২:৩৬

বন্দরে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি

ডান্ডিবার্তা | ২০ জুলাই, ২০২৫ | ৯:৫০ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি
বন্দরে দিন দুপুরে প্রবাসী বসত বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত নামা চোরের দল সিঁড়ি কোটার টিন কেটে ভিতরে প্রবেশ করে ৩টি রুমের তালা ভেঙ্গে ৫ ভরি স্বার্ণালংকার, ৩ হাজার দেরহাম ও নগদ ৩০ হাজার টাকা ও কসমেটিক চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ্য প্রবাসী কাজী জাবেদ বাদী হয়ে গতকাল শনিবার দুপুরে আজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে গত শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ১১ টার দিকে যে কোন সময়ে বন্দর থানার ২১নং ওয়ার্ডের সোনাকান্দা কবরস্থান রোড এলাকায় এ চুরি ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, দুবাই প্রবাসী জাবেদ জানান, গত শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় সোনাকান্দা এনায়েতনগর কবরস্থান রোড এলাকার কাজী এমরান মিয়ার ছেলে সদ্য প্রবাস ফেরৎ কাজী জাবেদসহ তার পরিবারের সদস্যরা ফতুল্লা থানাধীন সাইনবোর্ড সাহেবপাড়াস্থ তার ছোট বোন নিলুফা ইয়াসমিন বন্নির বাসায় বেড়াতে যায়। সেখান থেকে রাত সাড়ে এগারোটায় তার নিজ বাড়িতে এসে দেখতে পায় অজ্ঞাত চোরের দল বসত ঘরের সিঁড়ি কোটার টিনের চাল কেটে ৩টি রুমের তালা ভেঙ্গে অনধিকার প্রবেশ করে। পরে স্টিলের আলমারী থেকে নগদ দুবাই এর ৩ হাজার দিরহাম যাহা বাংলাদেশী টাকায় ১ লক্ষ ২ হাজার টাকা, নগদ ৩০ হাজার টাকা ও ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার যাহার আনুমানিক বাজার মুল্য ৮ লক্ষ টাকা এবং কাঠের ড্রেসিং টেবিল হতে প্রবাসী পাঠানো বিভিন্ন প্রসাধনী সামগ্রী চুরি করে নিয়ে যায়। চোরের দল চুরি করার পর সিঁড়ি কোটার টিনের চাল কাটার কাজে ব্যবহৃত লোহার ধারালো ছেনি, লোহার শাপল এবং এক জোড়া জুতা ফেলে রেখে যায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, চুরির ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা