আজ মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউল আউয়াল ১৪৪৭ | সকাল ১১:৫১
শিরোনাম:
ঋণের চাপে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা    ♦     না’গঞ্জ চারুকলায় মাস্টার্স প্রোগ্রাম চালুর দাবি    ♦     প্রতারক চক্রের ৩জন গ্রেপ্তার    ♦     বন্দর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে বক্তারা হলুদ সাংবাদিকতা এখন ডেঙ্গুর মত ভয়াবহ    ♦     ফতুল্লায় ওসমান দোসররা বিএনপির ছায়াতলে    ♦     ধরা ছোঁয়ার বাইরে মতির সহযোগী জাহাঙ্গীর    ♦     না’গঞ্জে কোনো ফ্যাসিবাদী শাসন চলতে দেব না    ♦     ফতুল্লার ৫ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনে তৎপরতা    ♦     গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে    ♦     সদরে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা    ♦    

বিএনপিতে গুপ্তচর নিয়ে সমালোচনা

ডান্ডিবার্তা | ২০ জুলাই, ২০২৫ | ৯:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নেতা পাল্টানো যার খাসালত এমন একজন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য, যিনি সেই বিএনপির সাবেক নেতা তৈমূর আলম খন্দকার থেকে বর্তমানে শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদের ডেরায়। কখনো গুপ্তচর কখনওবা বার্তাবাহকের ভুমিকায় থাকেন মহানগর বিএনপির এই কর্মী, যিনি নিজেকে বিএনপির বড় মাপের নেতা দাবি করলেও বিগত ১৭ বছর রাজপথের আন্দোলন সংগ্রামে তার কোনো ভুমিকা ছিল না। নারায়ণগঞ্জ আদালতপাড়ার রাজনীতিতেও বিএনপির বিরোধীতা করে আওয়ামীলীগকে সুযোগ করে দেয়াই ছিল তার মুল টার্গেট। গণমাধ্যমে কখনও আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে বক্তব্য না দিলেও বিএনপির শীর্ষ নেতাদের বিরোধীতা করেই নেতা বনে যাওয়া এই নেতা। কোনো কর্মী সমর্থক না থাকলেও তার চোয়ালে চাপাবাজিতে ভরপুর। তিনি হলেন শরীফুল ইসলাম শিপলু। স্থানীয় নেতাকর্মীরা জানান, বিএনপির সাবেক নেতা তৈমূর আলম খন্দকারের নাম ভাঙ্গিয়ে এক সময় নারায়ণগঞ্জ আদালতপাড়া চষে বেড়িয়েছেন শিপলু। তৈমূর আলমের সুবাধে তার ছোট ভাই মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদের মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে আইন বিষয়ক সম্পাদকের পদ ভাগিয়ে নেন শিপলু। তৈমূর আলম বিএনপি থেকে বহিষ্কৃত হলে কিছুদিন গা ভাসান খোরশেদের ডেরায়। একই সঙ্গে গোপনে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঙ্গে আতাত রেখে মহানগর বিএনপির সদস্য পদটি ভাগিয়ে নেন তিনি। যাকে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এক নামে চিনেন। খোরশেদের বলয় থেকে গুপ্তচরের ভুমিকা নেয় শিপলু। কখনও সাবেক এমপি আবুল কালাম বলয়ে, কখনো মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক আতাউর রহমান মুকুল বলয়ে কখনো বা মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক আবুল কাউসার আশা বলয়ে রাজনীতি শুরু করেন। অন্যদিকে মহানগর বিএনপিতে নেতৃত্বে আসার প্রতিযোগীতায় আতাউর রহমান মুকুল, মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, আবুল কাউসার আশা সহ বেশকজন। তাদের সঙ্গে শিপলু সখ্যতা রেখে গোপনে আবার গত ৫ আগস্টের পর মহানগর বিএনপির আহŸায়ক সাখাওয়াত হোসেন খানের সঙ্গে সখ্যতা তৈরি করেন। সাখাওয়াত টিপুকে সরাতে মুকুল, খোরশেদ ও আশা কেন্দ্রীয় কোন কোন জায়গায় কোন কোন নেতাদের সঙ্গে সাক্ষাত করেন সেই বিষয়টি আবার সাখাওয়াত ও টিপুর কাছে জানিয়ে দিতো সে। এভাবে সাখাওয়াত ও টিপুর কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করে নেয় তিনি। চেয়েছিলেন আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হতে। এতে সাখাওয়াত সম্মতি প্রাথমিক পর্যায়ে দিলেও শেষতক শিপলুকে ফোরামের সেক্রেটারি করতে রাজি হননি। এ কারনে সাখাওয়াতকে পল্টি দিয়ে এখন মডেল মাসুদের ডেরায় ডুকেছেন তিনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা