
ডান্ডিবার্তা রিপোর্ট
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘সর্বাত্মক’ হরতাল ডেকেছিল আওয়ামী লীগের চার সংগঠন; যেগুলোসহ ক্ষমতাচ্যুত দলটির কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করেছে সরকার। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ গত শনিবার এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ডাক দেয়। হরতাল ডেকে লাপাত্তা ছিল আওয়ামীলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগ। নারায়ণগঞ্জে তাদের দেখা মিলেনি। তবে গোয়েন্দা সূত্রের খবর নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ওৎ পেতে ছিল কিন্তু তারা সুযোগ পায়নি। কিন্তু সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে হরতালের দেখা মিলেনি। প্রতিদিনের ন্যায় নারায়ণগঞ্জের জীবনযাত্রা স্বাভাবিক ছিল। আওয়ামী লীগ ও সংগঠনগুলোর নিজেদের ফেইসবুক পেইজে বিবৃতিটি প্রকাশের পাশাপাশি সংবাদমাধ্যমেও তা পাঠানো হয়। জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি ঘিরে গত বুধবার গোপালগঞ্জে শহরে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, জয়বাংলা ¯েøাগান দিয়ে তাদের সমাবেশ মঞ্চ ও গাড়িবহরে হামলা চালিয়েছে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন। আওয়ামী লীগের চার সংগঠনের অভিযোগ, গোপালগঞ্জে ‘নির্বিচারে’ গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘অবৈধ’ দাবি করে সংগঠনগুলো ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার বিরোধিতাও করেছে। এছাড়া অন্তর্র্বতী সরকারের পদত্যাগ দাবি করে এ হরতাল কর্মসূচি দেওয়ার কথা বলেছে সংগঠনগুলো। এর আগে ১৬ ও ১৯ ফেব্রæয়ারিতে যথাক্রমে অবরোধ ও হরতাল ডাকলেও কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির ও সহযোগী সংগঠনের কাউকে প্রকাশ্যে দেখা যায়নি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভ্যুত্থান দমাতে ‘মানবতাবিরোধী অপরাধে’ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপিদের বিচারের প্রক্রিয়া চলছে। যৌথ বিবৃতিতে আওয়ামী লীগের এই সংগঠনগুলোর অভিযোগ করেছে, অর্ন্তর্বতী সরকার ‘জবরদখল করে সন্ত্রাস-সহিংসতা-ষড়যন্ত্রের’ মাধ্যমে, জনগণের প্রতিনিধিত্ব ছাড়া ক্ষমতায় বসেছে। সরকারকে ‘সংবিধান লঙ্ঘনকারী ও ‘খুনি-ফ্যাসিস্ট’ আখ্যায়িত করে সংগঠনগুলো বলেছে, ‘আসন্ন মার্চ টু যমুনা’ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতির অংশ হিসেবে তারা এই হরতাল ডেকেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতির পাশাপাশি মাঝে মাঝে নেতাকর্মীদের ঝটিকা মিছিল চলার মধ্যে চলতি বছরের ১২ মে আওয়ামী লীগ, তার সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্র্বতী সরকার। এর আগে ২০২৪ সালের অক্টোবরে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হয়।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯