আজ বুধবার | ২৩ জুলাই ২০২৫ | ৮ শ্রাবণ ১৪৩২ | ২৭ মহর্‌রম ১৪৪৭ | রাত ১০:১০

সরকারের উন্নয়ন জনগণের সামনে তুলে ধরা উচিৎ

ডান্ডিবার্তা | ২১ জুলাই, ২০২৫ | ১০:০৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরা উচিত এবং এতে কোনো লুকোচুরির কিছু নেই। সরকারের উন্নয়ন কর্মকাÐ জনগণের মাঝে তুলে ধরলে, জনগণ তাদের সরকারের কার্যক্রম সম্পর্কে জানতে পারে এবং এতে করে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। গতকাল রবিবার দুপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের কার্যলয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। ডিসি আরও বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাÐের মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষি, রাস্তাঘাট, ডিজিটাল বাংলাদেশ গঠন, এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম। এই সমস্ত ক্ষেত্রে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে।দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ করা খুবই জরুরি। আমাদের দেশের মাছের একটি বড় অংশ দেশীয় প্রজাতি, যা বিভিন্ন কারণে হুমকির সম্মুখীন। এদের সংরক্ষণ করা না গেলে, এদের বিলুপ্তি ঘটতে পারে, যা আমাদের পরিবেশ এবং আমিষের জন্য ক্ষতিকর হবে। তাই, দেশীয় মাছের প্রজাতিগুলোকে সংরক্ষণ করা এখন সময়ের দাবি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইনের সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা