
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটিকে একাই টেক্কা দিচ্ছেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিন। দলীয় কর্মসূচি পালনে এবং কর্মসূচিতে লোক সমাগমের দিক থেকে পুরো জেলা বিএনপিকে পেছনে ফেলছেন এই নেতা। ধানের শীষের প্রচারণায় প্রায় প্রতিদিনই নারায়ণগঞ্জের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত চষে বেড়াচ্ছেন তিনি। পুরো জেলা বিএনপি’র অনুষ্ঠানে যে পরিমাণ লোক হচ্ছে, এক গিয়াসউদ্দিনের অনুষ্ঠানে এর চেয়ে বেশি নেতাকর্মীর সমাগম ঘটছে। নারায়ণগঞ্জের গত কয়েক মাসের রাজনীতি পর্যবেক্ষণে এমনটাই দেখা গেছে। পর্যবেক্ষণে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা হওয়ার পর থেকে সাবেক সভাপতি মোঃ গিয়াসউদ্দিন জাতীয় এবং দলীয় কর্মসূচিগুলো নিজ নেতাকর্মীদের নিয়ে একাই পালন করছেন। জেলা বিএনপির অনুষ্ঠানে খুব একটা তাকে দেখা যাচ্ছে না। তৃণমূল পর্যায়ে অসম্ভব জনপ্রিয় গিয়াসউদ্দিনের রয়েছে বিশাল কর্মী বাহিনী। এদেরকে নিয়ে প্রতিদিনই ছুটে বেড়াচ্ছেন তিনি। নিজ এলাকা ফতুল্লা-সিদ্ধিরগঞ্জের পাশাপাশি সোনারগাঁ, সদর, বন্দর, এমনকি আড়াইহাজার, রূপগঞ্জেও যাচ্ছেন তিনি। কখনো দলীয় কর্মসূচি পালনে, কখনো অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিতে আবার কখনোবা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে। যেখানেই যাচ্ছেন গিয়াসউদ্দিন সেখানেই নেতাকর্মীদের ঢল নামছে। সেখানে তিনি ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করতে সকলের কাছে আহŸান জানাচ্ছেন সাবেক এই সংসদ সদস্য। দলীয় সদস্য ফরম বিতরণ কর্মসূচি শুরু হওয়ার পর থেকে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জের প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডের কর্মসূচিতে যোগ দিচ্ছেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক এমপি মোহাম্মদ গিয়াসউদ্দিন। এসব কর্মসূচিতে তিনি সকল নেতাকর্মীদের উদ্দেশে বলছেন, “দলীয় মনোনয়ন যে পাবে আমরা সবাই তার পক্ষে কাজ করবো। আমরা ধানের শীষকে বিজয়ী করবো। বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করবো।” এর পাশাপাশি বিভিন্ন বিক্ষোভ কর্মসূচিতে বিশাল শোডাউন করছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় শনিবার বিশাল বিক্ষোভ মিছিল করেন তিনি। এর পরের দিন রবিবার একই কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। লোক সমাগমে এবং নেতাকর্মীদের অংশগ্রহণে গিয়াসউদ্দীনকে ছাড়িয়ে যেতে পারেনি জেলা বিএনপির নেতারা। আর এভাবেই তিনি প্রমাণ করে চলেছেন জনপ্রিয়তা থাকলে পথ পদবী লাগে না। যাদের মাঠ পর্যায়ে জনপ্রিয়তা নেই তারাই শুধু চেয়ারের চিন্তা করে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯